নিউজ ডেস্ক: প্রায় ৫০ দিনের লক্ষ্যমাত্রা ছুঁতে চলল ‘বহুরূপী’। কিন্তু এতদিন পরেও, হাউজফুল হচ্ছে একের পর এক সিনেমাহল। হিন্দি সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও এখনও রেকর্ড পরিমাণ হলে চলছে ‘বহুরূপী’। উইন্ডোজ-এর ছবির এই সাফল্যে আপ্লুত শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৯৭ টি প্রেক্ষাগৃহে চলছে ‘বহুরূপী’। এর মধ্যে ৯৫টি প্রেক্ষাগৃহ হল পশ্চিমবঙ্গে। ও দুটি প্রেক্ষাগৃহ হল অসম, বিহার ও ঝাড়খণ্ডে।
৮ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুরূপী। রক্তবীজের সাফল্যকে ছাপিয়ে বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করছেন আবির-ঋতাভরী-কৌশানীরা। বলিউড ও দক্ষিণী ছবির চাপে বাংলা ছবি কোণঠাসা হচ্ছে, এই অভিযোগ ছিল বহুদিনের। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, বহুরূপীর জয়জয়কার। ছবি মুক্তির তৃতীয় সপ্তাহেও হলের বাইরে জনজোয়ার।
ব্যাঙ্ক ডাকাতির প্রেক্ষাপটে সাজানো বহুরূপীতে ‘বড়বাবু’ আবির এবং বিক্রম প্রামাণিক অর্থাৎ শিবপ্রসাদের দ্বৈরত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শক। বাঙালি সিনেপ্রেমীদের একটাই ডিম্যান্ড, এবার পার্ট টু চাই। সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে সেই দাবি। এদিন সকালে নিজের ফেসবুকের দেওয়ালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দর্শকদের সেই দাবিদাওয়ার স্ক্রিনশট তুলে ধরে ট্যাগ করে আবির চট্টোপাধ্যায়কে। লেখেন, ‘বড়বাবু, সবাই কি বলছে দ্যাখেন। পার্ট টু পার্ট টু করছে।’
এ প্রসঙ্গে পরিচালক জানান, ‘সোশ্যাল মিডিয়া শুধু নয়, হলেও বহু মানুষ বহুরূপীর পার্ট টু চেয়েছেন। সেটা নিঃসন্দেহে আমাদের কাছে উপরি পাওনা। যে দর্শকদের কাছে এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছে। বড়বাবু ও বিক্রমের লড়াই আরও একবার যদি হয়, সেটায় কে জিতবে সবাই জানতে চাইছে। সেটা তো রয়েইছে, তেমনই রক্তবীজ পার্ট ২-ও প্রচুর মানুষ দেখতে চেয়েছেন। কাজেই দেখবার বিষয়, রক্তবীজ ২ না বহুরূপী ২ কোনটা আগে আসবে, কোন প্রত্যাশাটা আমরা আগে মেটাতে পারব। আমরা দোটানায় পড়ে রয়েছি। আলোচনা চলছে। সামনের বছর পুজোয় রক্তবীজ পার্ট ২, বহুরূপী পার্ট ২ নাকি একদম অন্যকিছু, সেটা এখনও জানি না। ভগবান জীবনের চিত্রনাট্য লেখেন, দেখা যাক কী হয়’।