নিউজ ডেস্ক: আর কয়েকদিন। তারপরই অবসর গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি হিসাবে দু’ বছরের মেয়াদ শেষে আগামী ১০ নভেম্বর অবসর নিতে চলেছেন চন্দ্রচূড়। তবে তার আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানালেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নিয়ম অনুযায়ী, অবসরের আগে প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরিকে মনোনীত করেন। সেই সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। সেই মতোই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন।
কেন্দ্রীয় সরকার গত শুক্রবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে একটি চিঠি পাঠিয়ে তাঁকে ‘মেমোরেন্ডাম অফ প্রসিডিওর’ অনুসারে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করতে বলেছিল। সেই মত কেন্দ্রের কাছে বিচারপতি সঞ্জীব খন্নার নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি। ১০ তারিখ চন্দ্রচূড়ের অবসরের পর ১১ নভেম্বর শের প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খন্নার শপথ নেওয়ার কথা। তিনি আগামী বছরের ১৩ মে পর্যন্ত প্রধান বিচারপতি থাকবেন। ফলে সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হলে মাত্র ছ’মাসের মেয়াদে থাকবেন তিনি। কারন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
৪ দশকেরও বেশি সময় আইনি পেশার সঙ্গে যুক্ত বিচারপতি সঞ্জীব খান্না। ১৯৮৩ সালে দিল্লির তিস হাজারি কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। ২০০৫ সালে তিনি দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন। এক বছর পরেই দিল্লি হাই কোর্টের স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন তিনি। ২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খান্নাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। এই পাঁচ বছরে শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ কিছু রায় দিয়েছে তাঁর বেঞ্চ। কিন্তু ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে কোনও হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজের অভিজ্ঞতা তাঁর ছিল না। ফলে এই প্রথম প্রধান বিচারপতি হিসাবে কাজ করবেন বিচারপতি খান্না।