নিউজ ডেস্ক: দেশের শেয়ার বাজারের দোলাচল পরিস্থিতির আবহেই অনেকটা কমলো সোনা ও রুপোর দাম। বিশেষ করে সামনেই যাঁদের পরিবারে বিয়ের অনুষ্ঠান রয়েছে, তাঁরা কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচছেন। আসলে প্রতিদিন নানান গুরুত্বপূর্ণ খবরের মাঝে সকলেরই নজর থাকে সোনার দামের ওপর। দিনদিন সোনার দামে কতটা পরিবর্তন হল সেইদিকে নজর থাকে সাধারণ মানুষের। তবে সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের ওপরেও।
শুক্রবার কলকাতার বাজারে যে দামে সোনার বিক্রি হবে, তা আগের দিনের থেকে প্রায় দেড় হাজার টাকা কম। সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটা কমেছে। উৎসবের মরশুমে সোনা-রুপোর দাম হতাশ করেছিল গয়নাপ্রেমীদের। তবে বিয়ের মরশুমের আগে দাম কমতে শুরু করায় স্বস্তি ফিরছে।
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ১৯৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৮৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৮ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮৯০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮৯ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে। সোনার সঙ্গে দাম কমেছে রুপোরও। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯২৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯২ হাজার ৯০০ টাকা। রুপোর দামও ১০০ টাকা কমেছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে গত ২ দিনে। তার জেরেই স্থানীয় বাজারে দাম কমেছে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোনার দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। সেই দামের সঙ্গে সাযুজ্য রেখে স্থানীয় বাজারের জন্য দর স্থির করে কয়েকটি প্রতিষ্ঠান। তা মেনেই চলে সোনা কেনা-বেচা। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com-এও দেখতে পারেন।