Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

john barla

John Barla: প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন ক্ষুব্ধ জন বারলা ? 

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে শিলিগুড়ি রওনা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। শনিবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালিতে নরেন্দ্র মোদির জনসভায় যোগ নেবেন তিনি। দুপুর ৩টে নাগাদ বাগডোগরা এয়ারপোর্ট এ প্রধানমন্ত্রী নামবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। তাই প্রধানমন্ত্রী শিলিগুড়ি পৌছোনোর আগেই শিলিগুড়ি ছুটলেন জন বারলা।

মনোজ টিগগার উপর ক্ষোভ থাকলেও রাগ নেই দলের উপর। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন টিকিট না পাওয়া আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। এবার ইনেক্টিভ অনেক সাংসদ টিকিট পাননি। সেই তালিকায় ছিলেন জন বারলা। আরও বেশ কয়েকজনের টিকিট বাতিল হতে পারে বলে দলীয় সূত্রে খবর। কয়েকদিন আগে প্রকাশ্যে মনোজ টিগগার সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছিলেন জন। প্রার্থী পদ প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়েছিলেন মনোজকে। বলেছিলেন, দিলীয় নেতৃত্বকে ভূল বুঝিয়ে মনোজ টিকিট হাসিল করেছেন।

শনিবার দুপরে লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে জন বারলা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সভায় যোগ দেব। নরেন্দ্র মোদি আমার বাবা-মা তাই বিজেপি ছাড়ার কথা ভাবছি না। তবে সুযোগ পেলে উত্তরবঙ্গের বেশ কিছু বিজেপি নেতার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ তুলে ধরব প্রধানমন্ত্রীর সামনে।

ফলে জন বারলা যে শান্ত হয়ে বসে থাকবেন সেই ইঙ্গিত এখনও নেই। কিন্তু তিনি লোকসভা নির্বাচনের আগে যেভাবে প্রকাশ্যে দল বিরোধী কথা বলছেন তাতে দলের এককাট্টা ভাব ক্ষতির মুখে পড়ছে। যাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। তাঁদের যুক্তি টিকিটের জন্য যেই দলের নেতারা নিজেদের মধ্যে মারামারি করছে তাঁরা মানুষের সেবা কী করবে?

 

Editor | 16:22 PM, Sat Mar 09, 2024

সংবাদমাধ্যমের সামনেই মনোজ টিজ্ঞাকে হুমকি দিলেন জন বার্লা

উচ্চ নেতৃত্বের কান ভাঙিয়ে টিকিট নিয়েছেন মনোজ টিজ্ঞা। তার নামে বেহিসেবি বিষয় সম্পত্তির কথা জানিয়ে প্রতারনা করে টিকিট নিয়েছেমনোজ অভিযোগ জন বার্লার জনের আরও অভিযোগ,“মনোজের নামে রয়েছে বীরপাড়ায় পেট্রোল পাম্প, চলছে তার একাধিক ট্রিপার, বেআইনি ক্রাশারের মালিক সে। আলিপুরদুয়ার লোকসভা আসনে মনোজ টিগ্গার নাম ঘোষণার পর থেকেই অগ্নিশর্মা জন বার্লা।

বুধবার প্রকাশ্যে ভাজপা বিধায়ক ও সাংসদ একে অপরের দিকে দুর্নীতির আঙুল তুলে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি করেন। কেন্দ্রীয় বিজেপির সিলেকশন কমিটিতে  বার্লার বিরুদ্ধে বেহিসেবি সম্পত্তি, অট্টালিকা সমান বাড়ির অভিযোগ তুলে প্রতারণা করে কানাঘুষোয় মন্ত্রণা দিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে টিকিট হাসিল করেছে মাদারিহাটের বিধায়ক তথা জেলা সভাপতি মনোজ টিগ্গা এমনটাই অভিযোগ জনের। এনিয়ে দুই পক্ষের মধ্যে তাপ উত্তাপ বাড়ছিল ক্রমশ।

বুধবার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর সম্মুখে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এসে পৌঁছতেই রণংদেহী রূপ নেন সাংসদ। মাদারিহাট রেলস্টেশনে এদিন কাঞ্চনকন্যা স্টপেজ উদ্বোধনী পৌঁছেছিলেন সাংসদ বার্লা। সেখানে প্রার্থী মনোজ টিগ্গা ফালাকাটার বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে উপস্থিত হতেই সরকারি দপ্তরে বসে রেলের আধিকারিকদেরও রেয়া না করে মনোজকে দেখে তেড়ে ওঠেন সাংসদ। গলা চড়িয়ে হাত উচিয়ে মনোজকে আঙুল দেখিয়ে বলেন ছল করে আমাকে ধোকা দিয়ে টিকিট  নিয়েছে। বলেছিল মাদারিহাটে কাঞ্চনকন্যা স্টপেজ করে দিন আমি আপনাকে ৬০ হাজার ভোটে জিতিয়ে আনবো। আর অমিত শাহের কানে গিয়ে আমার বিরুদ্ধে দুর্নীতির ফুসমন্ত্র দিয়ে টিকিট নিয়েছে। আলিপুরদুয়ার প্রার্থী মনোজকে আঙুল দেখিয়ে বারলা বলেন,“প্রার্থী পদ প্রত্যাহার করলে কথা হবে। বিজেপির অনেকেই প্রার্থী পদ প্রত্যাহার করেছে তুমিও করো! প্রার্থী পদ প্রত্যাহার না করলে কোনো কথা হবে না। তিনি অন্য কোন রাজনৈতিক দল কিংবা নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন কিনা সে বিষয়টি চিন্তাভাবনা করে দেখবেন বলেও জানিয়ে দেন তিনি। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই প্রকাশ্যে চলে বিজেপির  বিদায়ী সাংসদ বনাম আলিপুরদুয়ার প্রার্থী ও উপস্থিত বিধায়কদের মাঝে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি।

 

Editor | 17:32 PM, Thu Mar 07, 2024
upload
upload