নিউজ ডেস্ক: কলকাতার অন্যান্য কালীমন্দির গুলির মতো রবীন্দ্র সরোবর লেকের ধারে এই কালীমন্দিরও বেশ প্রসিদ্ধ। মন্দিরটির পোশাকি নাম শ্রী শ্রী ১০৮ করুণাময়ী কালীমাতা মন্দির হলেও লোকমুখে নাম প্রচার পায় লেক কালীবাড়ি। সার্দান এভিনিউতে অবস্থিত এই মন্দিরটি বেশ জাগ্রত বলেই মনে করেন ভক্তরা। দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয় এখানে।
এই মন্দির জুড়ে রয়েছে তন্ত্র সাধনার এক রোমাঞ্চকর গল্প। এক সময় বলিপ্রথা থাকলেও তা এখন বন্ধ হয়ে গিয়েছে। রাত পোহালেই কালীপুজো। তাই কালীপুজোর প্রাক্কালে মন্দির সংস্কারের কাজ চলছে জোরকদমে। যদিও তার জন্য বন্ধ নেই ভক্তদের পুজো দেওয়া।
মন্দির চত্বরেই রয়েছে বেশ কিছু ডালার দোকান। ফল, ফুল, মিষ্টি, শাড়ি, পুজোর উপকরণ সবই মেলে সেখানে। পুজোর দিনগুলিতে ভক্তদের সমাগম ও বিক্রিবাটা কেমন হয় সেই প্রশ্নে এক দোকানি জানান অন্যান্য দিনের চেয়ে শনি ও মঙ্গলবার ভীড় বেশি হয়। কালীপুজোয় সারারাত দোকান খোলা থাকে।