Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

kangana ranaut

Emergency: 'ইমার্জেন্সি' মুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ছবির প্রযোজকেরা


নিউজ ডেস্ক: আবারও পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নতুন ছবি 'ইমার্জেন্সি'-র (Emergency) মুক্তির তারিখ। 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে না। মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি ও বিতর্কের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। এই ছবিকে ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ছবির ট্রেলার দেখেই অশান্ত হয়েছিল পঞ্জাব। আর এই ছবিটি এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে সবুজ সংকেতও পায়নি। মনে করা হচ্ছে, এই ছবিতে আরও একাধিক দৃশ্য বাদ দেওয়ার নিদান দিতে পারে সেন্ট্রাল বোর্ড।

কঙ্গনা রনৌতের ছবি 'ইমার্জেন্সি' (Emergency) আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কি না এবং সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার, ৪ সেপ্টেম্বর। বোম্বে হাইকোর্টে শুনানির সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। 'ইমার্জেন্সি' সহ-প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ছবিটি মুক্তি এবং সেন্সর সার্টিফিকেটের দাবিতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দাখিল করা আবেদনে সংস্থাটি দাবি করেছে যে সেন্সর বোর্ড নির্বিচারে ও বেআইনিভাবে ছবিটির সেন্সর সার্টিফিকেট আটকে রেখেছে।

ছবিটি নিয়ে পাঞ্জাবে বিক্ষোভ চলছে এবং শিখ সংগঠনগুলি এটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বিতর্কের কারণে ছবিটির মুক্তিও স্থগিত করা হয়েছে। এই সিনেমটি (Emergency) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে তৈরি। আর ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। এমনকী ছবির পরিচালকও তিনি। তবে শিরোমণি আকালি দল-সহ শিখ সংগঠনগুলি সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে শিখদের অনুভূতিতে আঘাত করার এবং তাদের একটি ভুল ভাবে দেখানোর অভিযোগ উঠেছে।

যদিও এ প্রসঙ্গে আগেই কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, তিনি ছবিটিকে (Emergency) বাঁচানোর জন্য আদালতের দ্বারস্থ হতেও রাজি। তিনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর জীবনকে পর্দায় তুলে ধরতে গিয়ে যদি পাঞ্জাব রায়টই না দেখাতে পারি তাহলে তো ওঁর জীবনটাই অধরা থেকে যাবে।

Sweta Chakrabory | 17:43 PM, Wed Sep 04, 2024

Kangana Ranaut: 'ইমার্জেন্সি' মুক্তির আগেই আক্রমণের মুখে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত


নিউজ ডেস্ক: 'এমার্জেন্সি' মুক্তির আগেই আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। জানা গিয়েছে, ছবির কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার পরই পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। একদল লোক তাঁকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এই মর্মে পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

'এমার্জেন্সি' ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে,''আপনি যদি এই ছবি রিলিজ করেন, তবে সর্দারদের আপনাকে চড় মারতে হবে। আমি একজন অত্যন্ত গর্বিত ভারতীয়। আমি যদি আপনাকে আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও দেখি, আমি কেবল একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসাবে এই কথা বলছি না। তবে আমার সমস্ত হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ভাইরাও আপনাকে জুতো দিয়ে স্বাগত জানাবে।" অন্যদিকে অপর একজন বলেন, ''যদি সিনেমায় তাঁকে (খলিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে) জঙ্গি হিসাবে দেখানো হয়, তাহলে মনে রাখবেন সেই মানুষটার (ইন্দিরা গান্ধী) কী হয়েছিল যাঁর সিনেমা আপনি করছেন।'' তিনি আরও বলেন, ''ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদের ছবিতে সন্ত্রাসী হিসাবে চিত্রিত করে, তবে মনে রাখবেন যে যার ছবিতে এটি করছে তার সাথে কী দৃশ্য ঘটবে। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের দিকে আঙুল তুলবে, আমরা শুধু তাদের দিকে আঙুলই নয়… তাদের মাথাও কেটে ফেলতে পারি।''

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি সামনে আসার পরই অনেকেই কঙ্গনার (Kangana Ranaut) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিও শেয়ার করে এবং মহারাষ্ট্রের ডিজিপি ও হিমাচলপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের উদ্দেশে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, "দয়া করে বিষয়টি দেখুন।"

Sweta Chakrabory | 17:41 PM, Tue Aug 27, 2024

Kangana Ranaut BJP Candidate: ভোট ময়দানে কঙ্গনা রানাউত!


নিউজ ডেস্ক: লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই তালিকায় রয়েছে একাধিক চমক। লোকসভা নির্বাচনের জন্য ১১১ প্রার্থীর নাম প্রকাশ করল পদ্ম শিবির। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরল, কর্ণাটক, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মিজোরাম, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনার লোকসভা আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হল। বিজেপি মনোনীতদের মধ্যে নতুন যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম তারকাপ্রার্থী অভিনেত্রী, বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। নিজের শহর, হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

যদিও ‘বিজেপি টিকিট দিলে লোকসভা ভোটে লড়তে চাই’, একথা আগেই খোলাখুলি ঘোষণা করেছিলেন কঙ্গনা রানাউত। সেই ইচ্ছাই পূরণ হল এবার। বরাবর বিজেপির হয়ে সুর চড়ান তিনি। এবার গেরুয়া শিবিরের টিকিটে সরাসরি নির্বাচনী ময়দানে বলিউডের ‘ক্যুইন ’। অন্যদিকে এই তালিকায় রয়েছে শিল্পপতি ও কংগ্রেসের প্রাক্তন সাংসদ নবীন জিন্দালের নামও।

বিশেষ বিষয় হল তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে মাত্র এক ঘণ্টা আগে দলে যোগ দিয়েছেন। নবীন জিন্দালকে হরিয়ানার কুরুক্ষেত্র আসন থেকে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি টিভির রাম অরুণ গোভিলকেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামিয়েছে বিজেপি। পিলিভীত থেকে বরুণ গান্ধীকে বাদ দিয়ে আসনটি প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদকে দেওয়া হয়েছিল।

সাহারানপুর থেকে রাঘব লখনপাল, মোরাদাবাদ থেকে সর্বেশ সিং, মিরাট থেকে অরুণ গোভিল, গাজিয়াবাদ থেকে অতুল গর্গ, আলিগড় থেকে সতীশ গৌতম, হাতরাস (এসসি) থেকে অনুপ বাল্মিকি, বাদাউন থেকে দুর্বিজয় সিং শাক্য, ছত্রপাল থেকে। বেরেলি থেকে সিং গাংওয়ার, পিলিভীত থেকে জিতিন প্রসাদ, সুলতানপুর থেকে মানেকা গান্ধী, কানপুর থেকে রমেশ অবস্থি, বারাবাঙ্কি (এসসি) থেকে রাজরানি রাওয়াত, বাহরাইচ (এসসি) থেকে অরবিন্দ গোন্ডকে প্রার্থী করা হয়েছে।

Sweta Chakrabory | 16:11 PM, Mon Mar 25, 2024
upload
upload