নিউজ ডেস্ক: দিওয়ালির মরশুমে ‘ভুলভুলাইয়া ৩’র রিলিজ কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন যোগ করেছে। অভিনেতার কেরিয়ারে সবথেকে দ্রত গতিতে একশো কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। প্রথম তিন দিনেই ক্যাশবাক্সে উপচে পড়েছে লক্ষ্মীর কৃপা। একশো কোটির গণ্ডি ছুঁয়ে বিগ বাজেট ছবির মোট মূলধনের ৭০ শতাংশই প্রযোজকের ঘরে ফিরিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। আর সিনেমা ব্লকবাস্টার হতেই ধর্মে-কর্মে মন অভিনেতার।
মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে বারাণসীর উদ্দেশে উড়ে গেলেন তিনি। জানা গিয়েছে, এদিন সেখানে তাঁর গঙ্গাআরতি করার কথা রয়েছে। পুজো দেবেন কাশীর বিভিন্ন মন্দিরেও। ‘ভুলভুলাইয়া ২’র সাফল্যের পরও বারাণসী গিয়ে গঙ্গা আরতি করেছিলেন কার্তিক আরিয়ান। সেই ছেদ পড়েনি এবারও।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রেখেছে ‘ভুলভুলাইয়া ৩’। প্রথম ৩দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রাখতে পেরেছে এই সিনেমা। রবিবারের কালেকশন অনুযায়ী, রবিবার এই ছবিটি আয় করেছে ৩৩.৫ কোটি টাকা। ছবি মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবার ‘ভুলভুলাইয়া ৩’ উপার্জন করেছিল ৩৭ কোটি টাকা। আর মুক্তির প্রথম দিন এই ছবিটি আয় করেছিল ৩৫.৫ কোটি টাকা। সুতরাং বলাই যায়, বক্স অফিসে ভালই ছাপ ফেলতে পেরেছে এই ছবি।
উল্লেখ্য, ‘ভুলভুলাইয়া ৩’র এমন গগনচুম্বী সাফল্যে বেজায় উচ্ছ্বসিত কার্তিক আরিয়ান নিজেও। ‘রুহ বাবা’ যেখানেই যাচ্ছেন, ছেঁকে ধরছেন ভক্তরা। তাঁকে উন্মাদনা তুঙ্গে। তিনি যে বলিউডের নতুন প্রজন্মের ‘হার্টথ্রব’, সেটা আর আলাদা করে উল্লেখের প্রয়োজন হয় না। সিনেবিশেষজ্ঞদের কথায়, একটা সিনেমাকে ব্লকবাস্টার ঘোষণা করতে হলে, সেই সিনেমার যা বাজেট, তার তুলনায় ২০০ শতাংশ লাভ করতে হবে। আর সেটা কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’র জন্য খুব একটা কঠিন নয়! খুব সহজেই দ্বিতীয় সপ্তাহান্তে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে বলে আশাবাদী তাঁরা। এই ছবি নিয়ে এমন পরিস্থিতি যে, মুম্বইয়ের চতুর্দিকে হাউজফুল শো থাকায় কার্তিক আরিয়ানের মা নিজেই ছেলের ছবি দেখতে পারছেন না। ‘ভুলভুলাইয়া ২’ দর্শকদের মন ছুঁয়ে ছিল বটে! তবে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি তাঁদের মন জিতে নিয়েছে।