নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদের সার্ভে রিপোর্ট প্রকাশ্যে এল। এএসসআইয়ের সার্ভে রিপোর্ট অনুযায়ী ওই মসিজিদের মধ্যবর্তী ভূপৃষ্ঠ, প্রধান দ্বার, পশ্চিম দিকের দেওয়াল এবং চেম্বার মন্দিরের কাঠামোর উপর নির্মিত। রিপোর্টে উল্লেখ রয়েছে মন্দিরের স্তম্ভের উপর এই নির্মিত হয়েছে মসজিদ। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মন্দিরের কাঠামোর উপরেই পরবর্তীকালে নির্মিত হয়েছে মসজিদের কাঠামো। মসজিদের ভিতরে থাকা একাধিক শিলালিপি মন্দিরের অস্তিত্বের দিকে ইঙ্গিত করেছে। মন্দির দখল করে এবং ভেঙেই নির্মিত হয়েছে জ্ঞানবাপি মসজিদ দাবি হিন্দু পক্ষের উকিলের। আদালতের নির্দেশে ৮৩৯ পাতার রিপোর্টের কপি পাওয়ার পর সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন।
Tags: gyanwapikashi gyanvapi masjidkashi mathura baki haimathura shahi idgahwhat after babri hindus are doing