Saturday, December 07, 2024

Logo
Loading...
upload upload upload

kkr

RCB vs KKR: KKR বনাম RCB! ক্রিকেটের ময়দানে জিত কার?

নিউজ ডেস্ক: শুক্রবার আইপিএল ২০২৪-এর দশম লিগ ম্যাচে সম্মুখসমরে নামছে ফ্যাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দারুণভাবে আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। আর এবার দ্বিতীয় জয় তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসকে ছুঁয়ে ফেলার চেষ্টা করবেন শ্রেয়াস আইয়াররা। এমনটাই আশা কেকেআর ফ্যানদের।

অন্যদিকে আইপিএলের প্রথম ম্যাচেই হারতে হয়েছে আরসিবিকে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছেন কোহলিরা। ৩৯ বলে ৭৭ রানের ইনিংসে কোহলি আরসিবিকে চলতি সিজনের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন। তবে আজকের ম্যাচে কি ফলাফল হয় এখন সেটাই দেখার।

উল্লেখ্য এর আগে চিন্নাস্বামীতে নিজেদের ঘরের মাঠে কোহলিরা এগারোবার মুখোমুখি হয়েছেন কেকেআরের। যার মধ্যে শাহরুখ খানের টিমের জয়ের সংখ‌্যাটা সাত। শুধু তাই নয়, দুই টিমের ক্রিকেটীয় যুদ্ধ ঘিরে উত্তেজনার গনগনে আঁচটাও একইরকম ছড়াচ্ছে। এখন শুধুই অপেক্ষা খেলা শুরু হওয়ার।

Sweta Chakrabory | 19:20 PM, Fri Mar 29, 2024

Andre Russell Big Hit 6:আইপিএলে আন্দ্রে রাসেলের ২০২ ছক্কা, শীর্ষস্থানে কে জানলে অবাক হবেন

শনিবার ইডেনের ময়দানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। এই ইনিংস খেলতে গিয়ে তিনি মেরেছেন ৭টি ছক্কা আর ৩টি চার। এর ফলে আইপিএলে ২০০ ছক্কা মারার কীর্তি গড়েছেন এই ক্যারিবীয় তারকা।


আইপিএলে ২০০ ছক্কার তালিকায় রাসেল অবশ্য প্রথম নন, তিনি এই কীর্তি গড়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। এই তালিকায় সবার প্রথমে নাম লিখিয়েছেন আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক ক্রিস গেইল। তিনি ছক্কা মেরেছেন ৩৫৭টি। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে ৩০০ ছক্কা মেরে রেকর্ড করেছেন। ২০২১ সালের পর আইপিএল খেলছেন না গেইল। এরপরই আছেন রোহিত শর্মা ২৫৭টি, এ বি ডি ভিলিয়ার্স ২৫১টি, মহেন্দ্র সিং ধোনি ২৩৯টি, বিরাট কোহলি ২৩৫টি, ডেভিড ওয়ার্নার ২২৮টি, পোলাড ২২৩টি, সুরেশ রায়না ২০৩টি, আন্দ্রে রাসেল ২০২টি।

Editor | 16:55 PM, Sun Mar 24, 2024

Indian Premier League: IPL-এর দ্বিতীয় দিনে ইডেনে নামছে কেকেআর

নিউজ ডেস্ক : শনিবার আইপিএলের দ্বিতীয় দিনেই অভিযান শুরু করতে চলেছে কলকাতা। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৪ আইপিএলের দ্বিতীয় দিন শনিবার জোড়া ম্যাচ। মোহালিতে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচটি কলকাতার ইডেনে অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।

উল্লেখ্য ২০২২-এর ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরার পর, এই প্রথম ২২ গজে প্রতিযোগীতামূলক ম্যাচ খেলতে নামছেন ঋষভ পন্ত, প্রায় এক বছরের বেশি সময় পর। দিল্লিকে এবার তিনি নেতৃত্বও দেবেন। তাঁর নেতৃত্বে দিল্লির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। 

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন, এক বছর অনুপস্থিতির পর শ্রেয়স আয়ারের ফিরে আসা, আইপিএলের অন্যতম দুই দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের দ্বৈরথ— শনিবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকতে চলেছে অনেক কিছুরই।  কেকেআরের হয়ে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে নিঃসন্দেহে স্টার্ককে নিয়ে। আইপিএলের ইতিহাসে নজির ভাঙা ক্রিকেটার ৯ বছর পর আইপিএলে ফিরে কেমন খেলেন তা দেখতে মুখিয়ে অনেকেই। 

প্রসঙ্গত শুক্রবার আইপিএল ২০২৪-এর শুরুতেই লড়াই ছিল ধোনি-কোহলির। যদিও দুই তারকাই ইতিমধ্যে নিজ নিজ আইপিএল দলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। কোহলি আগেই ফ্যাফ ডু'প্লেসির হাতে আরসিবির বাগডোর তুলে দিয়েছেন। ধোনি এবারই নেতৃত্ব ছেড়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।আরসিবির ৬ উইকেটে ১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে আইপিএল ২০২৪ অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস।

Sweta Chakrabory | 11:45 AM, Sat Mar 23, 2024
upload
upload