নিউজ ডেস্ক: স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ে অভিযুক্ত দুই জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতির নাম সামিউল্লাহ(১৮) ও আব্দুল সেখ(২৬), তাদের বাড়ি বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায়।
গ্রেপ্তারে পর দুই জন দুষ্কৃতিকে চাঁচল মহকুমা আদলতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বলে খবর।জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা।
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে সন্ধ্যা সাতটা নাগাদ স্বর্ণকার কোমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশীদা গ্রাম পঞ্চায়েতের তেটুলচক – বিঝট এর মধ্যবর্তী এলাকাই হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে। মাথায় আগ্নেয়াস্ত্র ঠকিয়ে টাকা এবং সোনা ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। তারপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলকাই তল্লাশী চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে ঘটনার ১৫ দিন পর বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে ওই ঘটনায় দুই জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এদিকে পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা। হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্স সম্পাদক পবন কেডিয়া বলেন, বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত ছিলাম। পুলিশ প্রশাসনকে ইতি মধ্যে ছিনতাই এর ঘটনায় দুই জন গ্রেপ্তার করেছে। ধন্যবাদ জানাই হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমের সহ তদন্তকারী পুলিশ কর্তাদের। তবে স্বর্ণ ব্যাবসায়ীর টাকা ও সামগ্রী উদ্ধার হলে আরো খুশি হবো।