নিউজ ডেস্ক: আদিবাসী নাবালিকাকে নিশংসভাবে খুনের ঘটনায় এবারে আন্দোলনে নামল মালদা জেলা আদিবাসী সংগঠন। অবিলম্বে নাবালিকার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুর দেড়টা নাগাদ মালদা থানা ঘেরাও করল আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতাকর্মীরা। আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে থানার মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। কার্যত রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির কারণে এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে এক প্রকার আন্দোলনে সামিল হলেন নেতাকর্মীরা।
এদিন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে এসে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
ঘটনার প্রসঙ্গে জানা গেছে, গতকাল সন্ধ্যা নাগাদ মালদহের পুরাতন মালদার ভাবুক অঞ্চলের বিষনপুর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণীর স্কুল ছাত্রীর ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করে কেউবা কারা মেরে ফেলেছে। যদিও এ ঘটনা নিয়ে মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পরিবারের অভিযোগ তাদের মেয়েকে যারা ধর্ষন করে নিশংসভাবে খুন করেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবী করেছেন।
এ বিষয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট মোহন হাঁসদা জানান, যেভাবে আমাদের আদিবাসী এক নাবালিকা ছাত্রীকে প্রথমে ধর্ষণ করে নিশংসভাবে প্রাণে মেরে ফেলেছে তা অত্যন্ত নিন্দনীয়। এখনও পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারছে না। যাতে অবিলম্বে মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয় সেই পরিপেক্ষিতে আজকে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছি। আগামীতে যদি এর সূরাহা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।