ভোটের মুখে আরো এক মামলায় NIA-এর নির্দেশ হাইকোর্টের। ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় NIA কে নির্দেশ হাইকোর্টের। ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে,নির্দেশ হাইকোর্টের। ২৪শে এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের।
তবে হাইকোর্টের এই নির্দেশ কার্যকরে আগ্রহ দেখায়নি স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে নির্দেশ কার্যকরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্তকের ভূমিকায় হতাশ হাইকোর্ট।
উল্লেখ্য, বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁ (৬০)-কে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ময়নার বাকচা পঞ্চায়েতের গোরামহল এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, বিজয়কৃষ্ণকে অপহরণ করা হয় এবং পরে তাঁকে খুন করা হয়।
গোটা ঘটনার প্রতিবাদে বিজেপির নেতা-কর্মীরা ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান। ময়না বাইপাসের ধারে তিন রাস্তার মোড়ে দলীয় পতাকা হাতে গেরুয়া শিবিরের স্থানীয় নেতারা লাগাতার অবস্থান বিক্ষোভ চালান। পরে ঘটনাস্থলে পৌঁছে ময়না বন্ধের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।