নিউজ ডেস্ক : চৈত্রের শেষের দিকে তীব্র গরমে তাপপ্রবাহের যে পরিস্থিতি তৈরি হয়েছিল জেলায় জেলায় তা রবিবার থেকে অনেকটাই বদলেছে। শনিবার থেকেই মেঘলা আকাশ। রবিবারেও সকাল থেকেই মুখভার ছিল আকাশের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। শনি ও রবির সেই রেশ রয়েছে সপ্তাহের শুরুতেও। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই বৃষ্টির স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সোমবারও। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ফলে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা বাংলায়।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়িতে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দুই-এক জায়গা। দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ,বীরভূম ,মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। থাকবে বজ্রপাতের আশঙ্কা । তবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ফিরতে পারে রোদের তেজ।
অন্যদিকে কলকাতায় সোমবার মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবির ঝড় বৃষ্টির কারনে শহরে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে সমের পর মঙ্গল ও বুধবার সামান্য বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার ইদের দিন ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।