নিউজ ডেস্ক: অবশেষে সন্ত্রাস কবলিত শাজাহান গড় সন্দেশখালীতে পৌঁছলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন ত্রিমোহিনী বাজারে সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। রাজ্যপাল উপস্থিত হওয়া মাত্র উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয় মহিলাদের তরফে। রাখিও পরিয়ে দেওয়া হয় রাজ্যপালের হাতে। এরপরই দীর্ঘদিন ধরে চলা, শাজাহান শেখ সহ উত্তম সরদার ও শিবপ্রসাদ হাজরার অত্যাচারের বর্ণনা তুলে ধরা হয় রাজ্যপালের সামনে, লিখিত অভিযোগও করা হয়।
ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে উত্তম। তবে এখনো অধরা শিবু আর শেখ শাহজাহান। তা নিয়েই ক্ষোভে আগুনে ফুটছে সন্দেশখালীর মানুষজন। ১৪৪ ধারা জারি থাকলেও রাতের অন্ধকার নামলেই স্থানীয় তৃণমূলের লোকজন ও প্রশাসনের একাংশ মিলে এলাকার স্থানীয় বাসিন্দাদের হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অনেকে অভিযোগ তুলে ধরেন রাজ্যপালের কাছে। বেশ কয়েকদিন ধরেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সুন্দরবন লগোয়া উত্তর ২৪ পরগনার প্রান্তিক এই গ্রামে। আর সেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতেই এদিন ঘটনাস্থলে যান রাজ্যপাল। রাস্তার নানা জায়গায় তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হলেও অবশেষে সন্দেশখালিতে পৌঁছয় রাজ্যপালের কনভয়। রাজ্যপাল আসার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় সন্দেশখালিতে। স্থানীয় মহিলাদের অভিযোগ শুনে গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। মহিলাদের কাতর আরতি “আমাদের বাঁচান”। এরপরই রাজ্যপাল জানান, যা করার করব। সন্দেশখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখে এখন রাজ্যপাল কি পদক্ষেপ গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে বিস্তীর্ণ সন্ত্রাস কবলিত সন্দেশখালীর মানুষজন।