নিউজ ডেস্ক: ১ নভেম্বর রাত থেকেই মুম্বইয়ের ব্যান্ড স্ট্যান্ড এলাকার শাহরুখের বাড়ির বাইরে ছিল উপচে পড়া ভিড়। মন্নত-এর বাইরে শাহরুখকে এক ঝলক দেখতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা ভিড় জমাতে থাকেন শাহরুখের বাড়ির সামনে। এবছর ৫৮-এ পা দিলেন বাদশা। তার উপর তাঁর কেরিয়ারে জোরা সাফল্য। উচ্ছ্বসিত ছিল সকল অনুরাগী। আর সেই দিনই মন্নতের বাইরে ঘটল চুরির ঘটনা। গোটা এলাকা জুড়ে এমন ভিড় যে, তা সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
ওই রাতে মন্নত-এর বাইরে থেকে ভিড়ের মাঝে খোয়া যায় ৩০টি ফোন। ওই দিন রাতে মোট ১৭ জন বান্দ্রা থানায় এফআইআর দায়ের করেন। তদন্তে নেমেই এক দিনের মধ্যে চোর ধরল মুম্বই পুলিশ। বান্দ্রা ও পাশ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের নাম শুভম যমুনাপ্রসাদ, মহম্মদ আলি ও ইমরান।
শাহরুখ খান প্রতি বছরের মতোই ২ নভেম্বর রাত ১২টার সময় বারান্দা থেকে দেখা দেন অনুরাগীদের। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, চেনা ভঙ্গিমায় ভালবাসাও ফিরিয়ে দেন। তিনি উপস্থিত বতেই বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মাতেন সকলে আর সেই ফাঁকেই মন্নতের বাইরে চলছিল চুরি। শাহরুখের বাড়ির সামনে আগত হাজারো অনুরাগীর মধ্যে একদল পকেটমারও ছিল। এই তিন জনই সেদিন সুযোগের সদ্ব্যবহার করে হাতসাফাইয়ের কাজ করেন। লোপাট করেন ৩০টি মোবাইল ফোন। যদিও তা পাওয়া গিয়েছে কিনা এখনো জানা যায়নি।