নিউজ ডেস্ক: ধামাকাদার হতে চলেছে আগস্ট মাস। আর মাত্র দু’দিন। সেন্সর বোর্ডের টানাপোড়েনের পর মুক্তির শংসাপত্র মিলেছে অনেকগুলি ছবির। কাঁচি চললেও হল কাঁপাতে আসছে ‘ওমজি ২’, ‘গদর ২’- এর মতো ছবিগুলি। দেখে নিন এক নজরে কোন কোন সিনেমা মুক্তির দিন গুনছে।
অ্যানিমাল
এই ছবিটি মুক্তি পেতে চলেছে ১১ আগস্ট।
গদর ২
সানি দেওল অভিনীত ছবি গদর সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এইবার তার সিক্যুয়েল আসতে চলেছে। মুক্তি পাবে ১১ আগস্ট।
ওএমজি ২
অক্ষয় কুমার অভিনীত ও মাই গড বা ওএমজি এক দশক আগে মুক্তি পেয়ে যথেষ্ট নাম করেছিল। এইবার মুক্তি পেতে চলেছে তারই সিক্যুয়েল। মুক্তি পাবে ১১ আগস্ট।
ড্রিম গার্ল ২
আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্ল ২ মুক্তি পেতে চলেছে ২৫ আগস্ট।
ব্যোমকেশ ও দুর্গ রহস্য
১১ আগস্ট বাংলায় মুক্তি পাচ্ছে দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য