নিউজ ডেস্ক: ১০০ টাকার উপরে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। আজ, নভেম্বর মাসের প্রথম দিন থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।
আগে যেখানে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় খরচ হত ১৮৩৯ টাকা, সেখানেই এবার ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে ২০৩.৫ টাকা গ্যাসের দাম বাড়ায়, নতুন দাম হয় ১৮৩৯ টাকা। এবার আরও ১০৪ টাকা দাম বৃদ্ধি হওয়ায় নতুন দাম হল ১৯৪৩ টাকা। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এই নিয়ে গত দু’মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। গত অক্টোবরেও পেট্রোলিয়াম সংস্থাগুলি দাম বৃদ্ধির কারণে কেন্দ্র ২০৯ টাকা দাম বাড়িয়েছিল বাণিজ্যিক গ্যাসের। তবে অক্টোবরের আগে গত সেপ্টেম্বর দেশ জুড়ে বাণিজ্যিক গ্যাসের দাম ১৫৭ টাকা পর্যন্ত কমানো হয়েছিল। যদিও ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লেও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম অপরিবর্তীতই রেখেছে কেন্দ্র।