নিউজ ডেস্ক: দিল্লিতে বসে এবার বড় অভিযোগ করলেন শুভেন্দু। বাংলার রাজনীতি নিয়ে এখন সরগরম রাজধানী দিল্লি। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক অবরোধের অভিযোগে দু’দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কর্মসূচি চলছে। অন্যদিকে বুধবার দিল্লিতেই বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ওই কর্মসূচিকে ‘নাটক’ বললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “লোকসভার আগে হারানো জনসমর্থন ফিরে পেতেই এমন রাজনৈতিক প্রচার। রাজধানীর বুকে মিথ্যা এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর নাটক করছে তৃণমূল”। আগে এক্স হ্যান্ডেলেও শুভেন্দু কটাক্ষ করে লিখেছিলেন, “চোর মাচায়ে শোর”।
মনরেগা প্রকল্পে টাকার দাবি নিয়ে সোমবার ও মঙ্গলবার কর্মসূচি রেখেছিল তৃণমূল কংগ্রেস। সোমবার রাজঘাটে ধর্না ও তাকে ঘিরে অশান্তিও হয়েছে। আর মঙ্গলবার যন্তরমন্তরে কর্মসূচিতে সামিল হলেন অভিষেকরা। তার কিছু দূরে বসে শুভেন্দু বললেন, “এরা কমপক্ষে পাঁচ-ছয় হাজার কোটি টাকা তুলে নিয়ে নিজেদের ঘরে, তৃণমূলের কার্যালয়ে, তৃণমূলের মালিকের ঘরে পাঠিয়ে দিয়েছে। এটা বড় দুর্নীতি”। নাম না করে অভিষেককেও বিঁধেছেন শুভেন্দু।
সোমবারই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেছিলেন, একশ দিনের কাজে দুর্নীতির সিবিআই তদন্ত চান। এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে তিনিও সিবিআই তদন্তের দাবি জানাবেন বলে জানান শুভেন্দু।
অভিষেকদের কর্মসূচিকে আগেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অভিযোগ করেছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করা হয়েছে, তা উদ্ধার করতে হবে।