নিউজ ডেস্ক: বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে কেদারনাথ মন্দিরের দরজা এবছরের মতো পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হল। রবিবার সেই সমাপ্তি অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন ১৮ হাজারের বেশি পুণ্যার্থী। বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটির (বিকেটিসি) মিডিয়া ইন-চার্জ হরিশ গৌর জানিয়েছেন, ভোর ৪টে নাগাদ মন্দিরের মূল ফটক বন্ধ করার অনুষ্ঠান শুরু হয়। সাড়ে ৮টা নাগাদ তা বন্ধ করে দেওয়া হয়। এই শোভাযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল ভক্তদের। একই ভাবে এদিন কেদারনাথ ধামের পাশাপাশি বন্ধ করা করে দেওয়া হল উত্তরাখণ্ডের (Uttarakhand) যমুনোত্রী ধামও।
এবার সাড়ে ১৬ লক্ষেরও বেশি পুণ্যার্থী কেদারনাথ ধামে পুজো দিয়েছেন বলে জানিয়েছেন বিকেটিসি-র চেয়ারম্যান অজেন্দ্র অজয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কেদারনাথ মন্দিরে প্রতিবছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন। সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উচ্চতায় গারোয়াল হিমালয়ে অবস্থিত এই মন্দির শীতে বন্ধ থাকে। বরফে চাপা পড়ে যায় কেদারনাথ। মন্দির বন্ধের আগে ভগবান শিবের মূর্তিকে পাল্কি করে নিয়ে যাওয়া হয় ওমকারেশ্বর মন্দিরে। শীতের সময় এখানেই মহাদেব পূজিত হন বলে জানিয়েছেন হরিশ গৌর। অন্যদিকে একইভাবে শীতের মরশুমে মা যমুনোত্রীকে (Yamunotri-Kedarnath Dham) খরশালি গ্রামের যমুনা মন্দিরের নিয়ে আসা হয় এবং এখানেই মায়ের পুজো অর্চনা করা হবে। যমুনোত্রী মন্দিরের দরজা খোলা না হওয়া পর্যন্ত ভক্তরা এই খরসালি (Uttarakhand) মন্দিরেই পুজো করতে পারবেন।
প্রসঙ্গত, রবিবার এই শৈব ধামের স্ব-প্রকাশিত শিবলিঙ্গকে ছাই, ফুল, বেলপাতা দিয়ে পুজো করা হয়েছে। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে বাবা কেদারের পঞ্চমুখী উৎসব পালকি মন্দির থেকে বের করা হয়। এরপর কেদারনাথ (Yamunotri-Kedarnath Dham) মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই মন্দিরের দরজা বন্ধের সময় ওম নমঃ শিবায়, জয় বাবা কেদারনাথ এবং ভারতীয় সেনা ব্যান্ডের ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে বৈদিক আচার এবং ধর্মীয় ঐতিহ্যের রীতি পালন করা হয়। একটি সরকারি বিবৃতি অনুসারে বলা হয়েছে, ১৫ হাজারের বেশি ভক্ত মন্দিরের দরজা বন্ধের দৃশ্য প্রত্যক্ষ করেছেন।