নিউজ ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রেললাইনের আধুনিকীকরণের কাজ ধারাবাহিকভাবে চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী বলেন, ট্রেন দুর্ঘটনা রোধে স্বয়ংক্রিয় ‘কবচ’ ব্যবস্থার আধুনিকীকরণ সম্পূর্ণ হয়েছে।
আরও একটি অতিরিক্ত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রত্যেক যাত্রীর জন্য যাত্রায় ভর্তুকি দেওয়াই লক্ষ্য রেলের। কেন্দ্রীয় সরকারের দেওয়া সম্পূর্ণ ভর্তুকির অধীনে রয়েছেন সকল যাত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন জানিয়েছেন, বিশ্বের মধ্যে ভারতে রেলওয়ে স্টেশন আধুনিকীকরণের সবচেয়ে বড় প্রকল্পের কাজ চলছে।