নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের অযোধ্যায় রামায়ণ মেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার রামকথা পার্কে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪৩-তম রামায়ণ মেলা। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। রামায়ণ মেলার সাধারণ সম্পাদক কমলেশ সিং বৃহস্পতিবার বলেছেন, “উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৪৩-তম রামায়ণ মেলার উদ্বোধন করেছেন। রামায়ণ মেলার আয়োজন করা হবে ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। ভগবান রামের ‘বরাত যাত্রা’ (বিবাহ শোভাযাত্রা) ) অযোধ্যা থেকেও রওনা হয়েছে, ৫০০ বছর অপেক্ষার পর অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ায় ভক্তরা খুবই উচ্ছ্বসিত।”
রামায়ণ মেলার উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “৫০০ বছর আগে অযোধ্যা কুম্ভে বাবরের লোকজন কী করেছিল তা মনে রাখবেন। সম্ভলেও একই ঘটনা ঘটেছে, বাংলাদেশেও তাই হচ্ছে। সামাজিক ঐক্য ভেঙে দেওয়ার পুরো আয়োজন করেছে তারা। যদি এখানে কোনও সংকট হয়, তারা পালিয়ে যাবে এবং অন্যদের এখানে মরতে রেখে যাবে।”