নিউজ ডেস্ক: গুজরাটের নাদিয়াদে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের ওপর গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। আহতদের মধ্যে ১৪ বছরের একটি মেয়েও রয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। তাতে ৩ জনের মৃত্যু ও দু’জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ইন্সপেক্টর ভি বি দেশাই জানিয়েছেন, আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়েতে নাদিয়াদের কাছে একটি গাড়ির টায়ার ফেটে যাওয়ার পর, ডিভাইডার টপকে ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু’জন পুরুষ ও একজন মহিলা মারা গিয়েছেন, একজন পুরুষ এবং ১৪ বছর বয়সী একটি মেয়ে আহত হয়েছে। গাড়িটি রাজস্থান থেকে সুরাট যাচ্ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।