নিউজ ডেস্ক: আদানি ঘুষ-কাণ্ডে বৃহস্পতিবারও বিরোধীদের বিক্ষোভ অব্যাহত। বৃহস্পতিবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ ভবন চত্বরে আদানি ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। একইরকম জ্যাকেট পড়ে ঐক্যের বার্তা দেন বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন।
এদিকে, সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভে বৃহস্পতিবারও দেখা গেল না তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির কাউকে। তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব বলেছেন, “প্রতিবাদে আমরাও আছি। আমরা একসঙ্গে আছি।”