নিউজ ডেস্ক: সংসদের উভয়কক্ষের অধিবেশন বারবার মুলতুবি করে দেওয়ার জন্য বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সদনকে সুষ্ঠুভাবে চালাতে আগ্রহী নয় বিজেপি সরকার। বিরোধীদের স্লোগানে সোমবারই উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা, হইহট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সদনের কাজ সুষ্ঠুভাবে চলা উচিত। রাজ্যের সঙ্গে সম্পর্কিত বিষয়-সহ আমাদের দলের অনেক বিষয় রয়েছে। আমাদের বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সারের ইস্যু রয়েছে। আদানি ইস্যুটি বিজনেস উপদেষ্টা কমিটিতে আলোচনা করা উচিত। সদন চকছে কিনা তা দেখার দায়িত্ব প্রধান শাসক দলের। এই বিজেপি সরকার সদন চালাতে আগ্রহী নয়।”