নিউজ ডেস্ক: দীর্ঘ শুষ্ক আবহাওয়ার এবার অবসান হতে চলেছে হিমাচল প্রদেশে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়া বদলের পূর্বাভাস। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ ও ৯ ডিসেম্বর শিমলা শহরে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ওই সময়ে কুফরি এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এই সময়ের মধ্যে সমতল এবং নীচু পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং রাজ্যের মধ্য ও উঁচু পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। লাহৌল-স্পিতি ও কিন্নর জেলায় এবং চাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা এবং সিরমাউর জেলার উঁচু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১০ ডিসেম্বর থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।