নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় এসইউভি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের, ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ঝাঁসি-মির্জাপুর হাইওয়েতে। চিত্রকূট জেলার রাইপুরা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
চিত্রকূটের পুলিশ সুপার অরুণ কুমার সিং বলেছেন, শুক্রবার সকাল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। একটি গাড়িতে ১১ জন ছিলেন, ছত্তরপুরে বাড়ি তাঁদের, তাঁরা প্রয়াগরাজে আসছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। মোট ৬ জনের মৃত্যু হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে।”