নিউজ ডেস্ক: জলমগ্ন উত্তরবঙ্গ। বন্যার মত পরিস্থিতি আলিপুরদুয়ারে। কালজানি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। আলিপুরদুয়ারে কোথাও কোমর সমান জল। আবার কোথাও গ্রাম ভেসে যাওয়ায় উচুঁ জায়গার খোঁজে মানুষ।
ডুয়ার্সের ধুপগুড়ি, নাগরাকাটা বিন্নাগুরি এলাকা জলমগ্ন। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় উদ্ধার কাজে নেমেছে ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স। সোনাখালি এলাকার মজুমদার পাড়ার জলমগ্ন পরিচিতি থেকে বেশ কয়েকটি পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানায়,জলমগ্ন পরিস্থিতি থেকে মানুষদের উদ্ধার করার কাজ শুরু করা হয়েছে। সবটাই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন: স্ত্রী- সন্তান থাকা সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বর্ষীয়ান রেলকর্মীর বিরুদ্ধে
মূলত বুধবার রাত থেকে বৃষ্টির জেরে কৃষি জমিতে ও নদীর জলস্ফীতি ঘটেছে। অনেক জায়গাতেই বাঁধের উপর দিয়েও জল বইছে। জলঢাকা, তিস্তা,ডায়না সহ অধিকাংশ জায়গাতেই নদীর পার্শ্ববর্তী এলাকা গুলোতে আটটি নজরদারি চালানো টাওয়ার তৈরি করা হয়েছে। কিন্তু নজরদারি করে কি বন্যার জল আটকানো সম্ভব প্রশ্ন স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বর্ষণ পরিস্থিতির খবর থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। গোটা প্রশাসনিক নজর ছিল পঞ্চায়েত ভোটের দিকে। যার জেরে নদীর বাঁধ মেরামত বা পলি উত্তোলনের কাজ হয়নি। ফলে ভুগতে হচ্ছে সাধারন মানুষকে।