নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘ডিজিটাল ইন্ডিয়া’ এবার ফ্রান্সের মাটিতেও। ইউপিআই(ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেজ)এর মাধ্যমে অর্থের লেনদেন হবে প্যারিসের আইফেল টাওয়ারে। ফ্রান্স সফরে গিয়ে শুক্রবার সেখানকার ভারতীয়দের এমনটাই জানালেন মোদী। অর্থাৎ ইউপিআই’র সাহায্যে ফ্রান্সে দেশীয় মুদ্রা ব্যবহার করতে পারবেন ভারতীয় পর্যটকরা। সেইসঙ্গে নগদ এড়িয়ে লেনদেনের পথ আরও সহজ হবে।
এই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, “ফ্রান্সে ইউপিআই ব্যবহারে সম্মতি জানিয়েছে ফ্রান্স-ভারত উভয় দেশই। কয়েকদিনের মধ্যে আইফেল টাওয়ারে প্রথম চালু করা হবে। এর ফলে অনেকবেশি সুবিধা পাবে ভারতীয় পর্যটকরা।”
উল্লেখ্য, ২১টি সদস্য ব্যাঙ্কের সঙ্গে মিলিতভাবে ২০১৬ সালে পাইলট প্রজেক্ট শুরু করে ন্যাশনাল পেমেন্টস্ কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। তারপর থেকে বড় শপিং মল থেকে শুরু করে রাস্তার ছোট চায়ের দোকান, সর্বত্রই ছড়িয়ে পড়েছে ইউপিআই। ২০২২ সালে ফ্রান্সের নিরাপদ অনলাইন আর্থিক লেনদেন পদ্ধতি ‘লায়রা’র সঙ্গে মৌ স্বাক্ষর করে এনপিসিআই।
আরও পড়ুন: Narendra Modi in France : প্যারিসে ইতিহাস সৃষ্টি প্রধানমন্ত্রীর, ‘লিজিয়ন অফ অনার‘-এ ভূষিত হলেন নরেন্দ্র মোদী
চলতি বছর সিঙ্গাপুরের ‘পে নাও’র সঙ্গে বাণিজ্যিক মৌ স্বাক্ষর করে ইউপিআই। যার ফলে দু’দেশের মধ্যে আর্থিক লেনদেন আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। অন্যদিকে, ইউপিআই’র সাহায্যে ভুটান, সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল এবং ওমানেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লেনদেন। এবার সেই পথেই ফ্রান্স।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁণের আমন্ত্রনে ‘বাস্তিল দিবস’এ অংশগ্রহণের জন্যে দু’দিনের ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নে এবং সেনেট প্রেসিডেন্ট লার্চারের সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর শুরু করেছেন মোদী। দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্য সংক্রান্ত একাধিক মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে তাঁর এই সফরে।