নিউজ ডেস্ক: জলবন্দি জলপাইগুড়ি।
জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা বর্তমানে জলের তলায়। রাতভর হয়েছে রেকর্ড বৃষ্টি।
জলস্ফীতি তিস্তা, করলা, জলঢাকা নদীতে। জলে টইটম্বুর জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে
চলা করলা নদী। ফলে নদীর নিচু এলাকায় বন্যার আশঙ্কা বাসিন্দাদের।
শেষ চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা এই
বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। পাহাড় এবং সমতলে গত কয়েকদিন
লাগাতার বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা নদীতে লাল
সতর্কতা জারি করেছে সেচ দফতর। জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করলা নদী এবারও উদ্বেগ বাড়িয়েছে পরেশ মিত্র কলোনি, নিচু মাঠ এলাকার বাসিন্দাদের। সকাল থেকে ভারী বৃষ্টির জেরে
বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যায় বাসিন্দারা। নিকাশি
ব্যবস্থা ভালো হলেও নিকাশি নালা সময় মতো পরিষ্কার না হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে বলে
অভিযোগ বাসিন্দাদের।
আরও পড়ুন: Weather Update: উত্তরে কি বাড়ছে বৃষ্টি, কী অবস্থা দক্ষিণবঙ্গের? জেনে নিন এই সপ্তাহের আবহাওয়ার আপডেট
অন্যদিকে বন্যার মত
পরিস্থিতি আলিপুরদুয়ারে। কালজানি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জারি হয়েছে
হলুদ সতর্কতা। আলিপুরদুয়ারে কোথাও কোমর সমান জল। আবার কোথাও গ্রাম ভেসে যাওয়ায়
উচুঁ জায়গার খোঁজে মানুষ।
ডুয়ার্সের ধুপগুড়ি,
নাগরাকাটা বিন্নাগুরি এলাকা জলমগ্ন। বৃহস্পতিবার থেই বেশ
কিছু জায়গায় উদ্ধার কাজে নামে ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স। সোনাখালি এলাকার
মজুমদার পাড়ার জলমগ্ন পরিচিতি থেকে বেশ কয়েকটি পরিবারের সদস্যদের উদ্ধার করে
নিয়ে আসা হয়। প্রশাসনিক আধিকারিকরা
জানায়,জলমগ্ন পরিস্থিতি থেকে
মানুষদের উদ্ধার করার কাজ শুরু করা হয়েছে। সবটাই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো
হয়েছে।