নিউজ ডেস্ক: আর কোনও লিঙ্গ বৈষম্য নয়। এবার থেকে টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলা উভয় খেলোয়াড়রাই পাবেন সমান অঙ্কের পুরস্কার মূল্য। ডারবানে আয়োজিত আইসিসি’র বার্ষিক বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছরই একই সিদ্ধান্ত নেয় দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। তবে বোর্ডের আর্থিক এবং বাণিজ্যিক কমিটির প্রধান হিসেবে বেতন সমতার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বোর্ডের সচিব জয় শাহ। এবার সেই পথেই হাঁটল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এই প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, “ক্রিকেট ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত। আইসিসি ইভেন্টে পুরুষ এবং মহিলা দলের ক্ষেত্রে সমান পুরস্কার মূল্য হওয়ায় আমি অত্যন্ত খুশি। এই সমতা আনার জন্যে বোর্ডের তরফে ২০১৭ সাল থেকে মহিলা দলের প্রাইজ মানি বাড়ানো হচ্ছে। অবশেষে সেই চেষ্টা সফল হয়েছে”।
আরও পড়ুন: Kolkata Police AI: অপরাধ দমনে কলকাতা পুলিশের হাতিয়ার হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা
উল্লেখ্য, ২০২০ এবং ২০২৩ সালের টি-টয়েন্টি বিশ্বকাপে মহিলাদের জয়ী দলকে দেওয়া হয়েছে ১ মিলিয়ন ডলার। রানার্স আপ দল পেয়েছে ৫ লক্ষ ডলার। আবার ২০২২ সালের আইসিসি বিশ্বকাপে মহিলাদের জয়ী দলকে দেওয়া হয়েছে ৩.৫ মিলিয়ন ডলার। এদিকে, আইসিসি’র এই ঘোষণার পরই ট্যুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন জয় শাহ। লেখেন, ‘নতুন ভোরের সূচনা হয়েছে’।
ডারবানের বৈঠকে প্রতিটি বোর্ডের বার্ষিক আয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের নিরিখে আইসিসি’র বার্ষিক মোট লভাংশের সিংহভাগটাই পেতে চলেছে বিসিসিআই। বার্কলে জানিয়েছেন, পরবর্তী ক্রিকেট বর্ষ থেকে মোট ৩৮.৫ শতাংশ আয় পাবে বিসিসিআই। অর্থাৎ ২০২৪-২০২৭ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক আয় হবে ২৩১ মিলিয়ন ডলার।