নিউজ ডেস্ক: ফুটব্রিজ সম্প্রসারণের দাবিতে ব্যারাকপুর স্টেশনে শিয়ালদহ মেন শাখায় অবরোধ। শিয়ালদাহ থেকে আপ এবং ডাউন শাখায় বন্ধ রেল চলাচল। একদিকে বৃষ্টি, অন্যদিকে এই অবরোধের কারণে সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার অফিস যাত্রীরা। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীদের দাবি, আমফান ঝড়ের কারণে স্টেশনের মাঝকানে থাকা ফুটব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর নতুন ব্রিজ তৈরি করা হবে বলে ব্রিজটি ভেঙে দেওয়া হয়। এরপর প্ল্যাটফর্ম বড় হলেও ফুটব্রিজ সম্প্রসারিত হয়নি। ৪ এবং ২ নম্বর প্ল্যাটফর্ম রেলব্রিজ থাকলেও ১ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত তা নেই। ফলে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এমনকি সময়ের অভাবে ছেড়ে দিতে হচ্ছে ট্রেনও। বহুদিন ধরে তাদের সমস্যার কথা রেল কর্তৃপক্ষকে জানিয়ে আসছে যাত্রীরা। গণস্বাক্ষর সহ নেওয়া হয়েছিল একাধিক কর্মসূচী। কিন্তু কোনও সুরাহা মেলেনি। অবশেষে অবরোধের পথ বেছে নিয়েছেন তারা।
১৫ দিন আগে এই অবরোধ কর্মসূচীর কথা জানান হয়েছিল বলে দাবি ‘নাগরিক প্রতিরোধ মঞ্চ’এর। স্টেশন চত্বরে এই বিষয়ে নিয়ে প্রচারও করা হয়েছিল বলে জানিয়েছে তারা। সোমবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল ৮টা থেকে জমায়েত শুরু করে তারা। স্টেশন চত্বরে একটি মিছিল করে ১৪ নম্বর গেটে অবরোধ শুরু করা তারা। ব্যারাকপুরের স্টেশন ম্যানেজার কেএল বিশ্বাসের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শনও করে। তবে অবরোধ কখন উঠবে তা এখনও জানা যায়নি।