নিউজ ডেস্ক: পরপর তিনটি এশিয়ান মিটে পদক জিতলেন জলপাইগুড়ির পাতকাটা গ্রামের অ্যাথলিট স্বপ্না বর্মন। শনিবার ব্যাঙ্ককে এশিয়ান মিটে মেয়েদের হেপ্টাথলনে রুপো জিতলেন তিনি। হেপ্টাথলন মানে সাতটি ইভেন্ট করতে হয়। দু’দিন ধরে প্রতিযোগিতা হয়। কঠিন এই ইভেন্টে ভারতের এক নম্বর অ্যাথলিট এখন স্বপ্নাই।
২০১৬ ভুবনেশ্বরে সোনা জয় দিয়ে শুরু করেছিলেন। ২০১৮ সালে দোহাতে রূপো। কোভিডের কারণে ২০২০ সালে এশিয়ান মিট হয়নি। ২০২২ সালে ইভেন্ট হল ২০২৩ সালে। সেখানেও রূপো জয় তাঁর। মাঝে সোনা জিতেছিলেন এশিয়ান গেমসে। পরপর তিনটি এশিয়ান মিটে পদক জয় ভারতের পিটি ঊষার রয়েছে। কিন্তু বাংলায় এই ধারাবাহিকতা কারোও নেই।
আরও পড়ুন: ICC: নারী-পুরুষ পুরস্কারমূল্য সমান! ঘোষণা আইসিসি’র
দেড় বছরের বেশি সময় ধরে পিঠের ব্যথায় কাতর স্বপ্না কোনও টুর্নামেন্টে নামা তো দূর অস্ত প্র্যাক্টিসও করতে পারেননি। শনিবার রুপো জেতার পরে স্বপ্না বলেছেন, ‘পিঠের যন্ত্রণাটা এত বেশি ছিল যে আমি সিঁড়ি ভাঙতে পারতাম না। উবু হয়ে বসা, কিংবা লাফানোটা দূরের কথা।’ যোগ করেন পরে কিছুটা ফিট হয়ে প্র্যাক্টিস করলেও সেটা ছিল একবেলার। এই মিটে নামার আগে পর্যন্ত আমি দু-বেলা প্র্যাক্টিস করার ঝুঁকি নিতে পারিনি।’
গত মাসে ভুবনেশ্বরে জাতীয় আন্তঃরাজ্য মিটে সোনা জিতে স্বপ্না এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। সেই মিটে তাঁর পয়েন্ট ছিল ৫৯১৮। শনিবার স্বপ্না কিন্তু সেই পয়েন্টও অর্জন করতে পারেননি। শুক্রবার অনেকটা পিছিয়েছিলেন অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে। শনিবার জ্যাভেলিন থ্রোতে ৫১.০৯ মিটার ছুড়ে ৮৮১ পয়েন্ট অর্জন করেন। আর সেটাই (মোট ৫৮৪০ পয়েন্ট) তাঁকে রুপো জেতা নিশ্চিত করে। সোনা পেয়েছেন উজবেকিস্তানের ভেরোনিনা একতারিনা ৬০৯৮ পয়েন্টে। স্বপ্না বলেছেন, ‘এখন থেকে দু-বেলা প্র্যাক্টিস করে এশিয়ান গেমসে নিজের সোনাটা ধরে রাখার সব রকম চেষ্টা করব।’ সেপ্টেম্বরে স্বপ্নার এশিয়ান গেমস অভিযান। সেখানেই পাখির চোখ তাঁর।
আরও পড়ুন: World Cup 2023: শুধুমাত্র ভারত নয়, লক্ষ্য বিশ্বকাপ জেতা: বাবর
এদিন এই মিটে লং জাম্পে রুপো জিতলেও ভারতের মুরলি শ্রীশঙ্কর প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র আদায় করে নিলেন। তাঁর ৮.৩৭ মিটার লাফই তাঁকে এই যোগ্যতা অর্জনে সাহায্য করল।