নিউজ ডেস্ক: ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়া। বিশ্বের ক্রীড়া জগতের কাছে বড় ধাক্কা বলেই মানছে সকলে। সেদেশের ভিক্টোরিয়ার হাতে দায়িত্ব ছিল কমনওয়েলথ গেমস আয়োজন করার। কিন্তু অতিরিক্ত খরচের জন্য তারা সেই আয়োজন থেকে সরে আসে বলে জানা গিয়েছে। ভিক্টোরিয়ার স্টেট প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন প্রথমে যেই বাজেট ধরা হয়েছিল তা ছাড়িয়ে দিয়েছে যা তাদের ক্ষমতার থেকে অনেকটাই বেশি।
অস্ট্রেলিয়া শেষ মুহূর্তে সরে যাওয়ায় ২০২৬ সালের গেমস নিয়ে শুরু হল অনিশ্চয়তা। কারণ খুব কম সংখ্যক দেশ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিল। ফলে কমনওয়েলথ গেমস নিজের জৌলুস হারাচ্ছে ক্রমশ। সাধারণত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে ৫৪টা দেশ থেকে ৪ হাজারেরও বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেন। সাধারণত ব্রিটিশ শাসনে যেসব দেশ ছিল তাদের নিয়ে আয়োজন করা হয় কমনওয়েলথ গেমস। কিন্তু দিনেকালে সেই গেমস এখন গুরুত্ব হারাতে বসেছে। কোনও দেশই আর কমনওয়েলথ গেমসের মতো আসর করতে রাজি হচ্ছে না। রাজনৈতিকভাবে এই গেমসের প্রতি অনাস্থা দেখাচ্ছে বহু দেশ। অস্ট্রেলিয়া এ ভাবে পাওয়া গেমস হাতছাড়া করার পর গেমসের গুরুত্ব কমল আরও একধাপ।
আরও পড়ুন: World Cup Cricket 2023: ওয়েস্ট ইন্ডিজে তৈরি হবে বিশ্বকাপে বিরাটদের নীল নকশা
মেলবোর্নে একটি সাংবাদিক বৈঠকে ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, ‘আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি, এই কাজ করতে গিয়ে নেওয়া অনেক কঠিন সিদ্ধান্তর মধ্যে একটা। আমরা এটা (কমনওয়েলথ গেমস) আয়োজন করছি না। সত্যি কথা বলতে একটা ক্রীড়া ইভেন্টের জন্য ৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সম্ভব নয়। হাসপাতাল বা স্কুলের জন্য় বরাদ্দ করা টাকা আমি নিতে পারব না। কারণ আমাদের বাজেটের থেকে আয়োজনের খরচ তিন গুণ বেড়ে যাচ্ছে।’
২০২৬ সালের কমনওয়েলথে আয়োজন করার কথা ২০টা স্পোর্টস। মোট ২৬টা বিভাগে আয়োজনের কথা রয়েছে। মোট পাঁচটা জায়গায় আয়োজনের পরিকল্পনা ছিল। যেখানে রয়েছে গিলং, বাল্লারাট, বেন্ডিগো, গিপসল্যান্ড ও শেপারটন। ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানান, আয়োজনের জায়গা কমালেও বাজেট তাদের আয়ত্ত্বের মধ্যে আসছে না।
আরও পড়ুন: MS Dhoni: ধোনির সংগ্রহে ৫০ বাইক দেখে তাজ্জব ভেঙ্কটেশ প্রসাদ
কমনওয়েলথ গেসস কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা হতাশ যে আমাদের মাত্র আট ঘণ্টার নোটিশ দেওয়া হয়েছে এবং কোনওভাবে আলোচনা করা হয়নি সিদ্ধান্ত নেওয়ার আগে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে।’ ১৪ মাস আগে এক্সক্লুসিভ বিডার হয়ে ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে। ফেডারেশন জানিয়েছে ভিক্টোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল তারা আরও বেশি খেলা যোগ করবে কমনওয়েলথে।