নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ মাস পর উপাচার্য পেল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। পঠন পাঠনে গতি ফেরার পাশাপাশি শিক্ষা ও অশিক্ষক কর্মীদের মাইনে সহ যাবতীয় সমস্যায় সমাধান হবে এবার। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার নয়া উপাচার্য হিসেবে নিয়োজিত হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগের অধ্যাপক দেবব্রত মিত্র। আচার্যর কাছ থেকে নিয়োগপত্র মিলতেই মঙ্গলবার তিনি কাজে যোগ দিলেন।
উপাচার্য বলেন, “২৮ বছর শিক্ষা জগতে এই দায়িত্ব তার বড় পাওনা”। এলাকার উচ্চ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে তিনি বদ্ধ পরিকর বলে দাবি করলেন। বছর কয়েক আগে চালু এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি সময়ের সঙ্গেই হবে। উপাচার্যর পাশাপাশি রাজ্য উচ্চ শিক্ষা দফতরের সহযোগিতায় তিনি এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান।
আরও পড়ুন: UGC Rule: অধ্যাপক নিয়োগে নয়া নিয়ম ইউজিসি’র
প্রসঙ্গত, ছাত্র ভর্তির মাধ্যমে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন শুরু হয় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে। ভাড়া নেওয়া একটি অস্থায়ী ভবনে স্নাতোকোত্তর কোর্সে ইংরেজি, অঙ্ক এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পঠনপাঠন চলছে। এদিকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাস পাঁচেক আগে পদত্যাগ করেছেন। কিন্ত তার পরিবর্তে সেই পদ বা দায়িত্বে কাউকে আনা হচ্ছিল না। যার ফলে ওই বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন, রেজাল্ট, পরীক্ষা, অস্থায়ী কর্মীদের মাইনে নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। বহুবার আন্দোলনে নামতে দেখা যায় ছাত্র সংগঠনগুলিকে।