নিউজ ডেস্ক: চন্দ্রযান পাড়ি দিয়েছে এক সপ্তাহ হল। চন্দ্রযানকে ঘিরে বিজ্ঞানীমহলের বিরাট আশা ও উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে চাঁদের কক্ষপথের দিকে রওনা দিয়েছে এই মহাকাশযান। আর এরই মধ্যে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে পাওয়া গেল এক অজানা ধাতব বস্তু। এই অজানা বস্তুটি আদপে কী? অনেকেই মনে করছেন এটি নাকি চন্দ্রযানের ভাঙা অংশ। আর তা নিয়ে বিজ্ঞানীমহলে জোর জল্পনা। সারা বিশ্ব জুড়ে রহস্য দানা বেঁধেছে এই রহস্যময় বস্তুটিকে ঘিরে।
তবে এর মধ্যে রহস্যের কোনও কিছু নেই বলে জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই বস্তুটির ভারত যোগ রয়েছে কি না তা নিয়ে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় ইসরোকে। কিন্তু বস্তুটিকে ভালোভাবে খতিয়ে না দেখে সে কথা বলা যাবে না বলেও জানিয়েছে তারা। এই প্রসঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে একটি সাক্ষাৎকার দেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি বলেন, ‘ওই বস্তু আমাদের কি না, তা বিশ্লেষণ না করে বলা যাবে না।’ জল্পনা, গত শুক্রবার শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা চন্দ্রযান-৩-এর কোনও অংশ এসে পড়েছিল সমুদ্রে। তার পরে তা সৈকতে ভেসে এসেছে। বিমান বিশেষজ্ঞ জিওফ্রে থমাস বলেন, বস্তুটি কোনও রকেটের জ্বালানির ট্যাঙ্ক হতে পারে। গত ১২ মাসের মধ্যে হয়তো ভারত মহাসাগরের উপর কোনও রকেট ভেঙে পড়েছিল। তার ফলেই ওই বস্তুটি ভেসে এসেছে।
আরও পড়ুন: Chandrayan 3: পুরীর সমুদ্রতটে চন্দ্রযান ৩! ঘাবড়ে গেলেন নেটিজেনরা
অন্যদিকে অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা স্পষ্টই জানিয়েছে যে কোনো বিদেশি মহাকাশযান থেকেই ঐ দৈত্যাকার সিলিন্ডারটি পড়েছে। এখনও পর্যন্ত যেহেতু কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই স্থানীয় মানুষদের ঐ বস্তুটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন। অজানা রহস্যময় বস্তুটির আদল পরিচয় খুঁজতে তৎপর অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা এবং একইসঙ্গে প্রশাসন।