নিউজ ডেস্ক: পেট্রোলিয়ামের বিকল্প জ্বালানি হিসাবে ইথানল উৎপাদনে গুরুত্ব দিতে চাইছে সরকার। সেইদিকে লক্ষ্য রেখে এবারে রাজ্য মন্ত্রিসভায় মালদা জেলার গাজোলে ইথানল প্রকল্প নির্মাণের জন্য একটি সংস্থাকে ২৮ একর জমি বরাদ্দ করা হল। জেএসআর এগ্রো গ্রুপ প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা ইথানল উৎপাদনের ব্যাপারে জমির জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। প্রস্তাবে সাড়া দিয়ে মালদা জেলার গাজোল ব্লকে এই কারখানা তৈরির জন্য ২৮ একর জমি বরাদ্দ করলো রাজ্য সরকার।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাজোলের কারখানা তৈরি হলে ইথানল তৈরির জন্য কাঁচামাল হিসাবে ব্যবহার করা হবে ভুট্টা এবং ধানের তুষ। ৯৯ বছরের লিজে ওই সংস্থাটি মালদার গাজোল ব্লকে জমি পাচ্ছে। আর এই কারখানাটি মালদায় চালু হলে ব্যাপক কর্ম সংস্থান তৈরি হবে বলেও মনে করা হচ্ছে। পেট্রোলের খরচ কমানোর জন্য বেছে নেওয়া হয়েছে ইথানলকে।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এর আগে ২০২০ – ২১ অর্থবর্ষে ইথানাল তৈরির জন্য পূর্ব বর্ধমানে দুটি কারখানা ১০০ বিঘার উপর তৈরি হয়েছিল। ইথানলের কাঁচামাল হিসাবে ভাঙা চাল বা ভুট্টার উপকরণ ওই জেলায় পাওয়া সম্ভাবনা ছিল বলেই সেখানে দুটি সংস্থা এই কারখানা তৈরি করে। পরবর্তীতে ইথানলের উৎপাদন বাড়াতে মালদার গাজোল ব্লকের নতুন করে আরো একটি কারখানা তৈরির জন্য জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার।
মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, সরাসরি প্রায় ৫০০ কর্মস্থানের ব্যবস্থা হবে। এর বাইরেও বহু মানুষ উপকৃত হবেন । এক বছরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ৫০০ কোটি টাকার প্রোজেক্ট। জেলার বড় মাইল ফলক। রাজ্য সরকার সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রশাসনও তৈরি। এখন শুধু সময়ের অপেক্ষা।