নিউজ ডেস্ক: আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক বিএসএফ জওয়ানের জায়গা দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা। বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনী এলাকার ঘটনা। ঘটনাস্থলে জড়ো হওয়া শতাধিক আদিবাসীদের সঙ্গে তুমুল বচসায় জড়ান বালুরঘাট থানার আইসি সহ পুলিশ কর্মীরা।
জানা গিয়েছে অভিযোগকারী ব্যক্তি দীনবন্ধু পাহান বিএসএফে কর্মরত। অভিযোগ, তার জমির অর্ধেকটা দখল করে রয়েছে প্রতিবেশী অর্জুন সরকার ও সুবোধ সরকার। বালুরঘাট পুরসভাকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে বৃহস্পতিবার ওই ব্যক্তি জমির মাপজোক শুরু করেন। বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য ওই ব্যক্তির সমর্থনে আসেন শতাধিক আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। তারা জমি পুনরুদ্ধার করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনীর বিরুদ্ধে।
আরও পড়ুন: Calcutta High Court: প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগ! নজিরবিহীন রায় আদালতের
জমির মাপজোক এবং সীমানা পাঁচিল ভেঙে ফেলা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। পরবর্তীতে মীমাংসার করতে দুইপক্ষ আলোচনায় বসলেও উত্তেজনা রয়েছে এলাকায়। অভিযোগকারী দীনবন্ধু পাহান বলেন, “আমার ৭ শতক জমি রয়েছে। কিন্তু দেখা যায় মাত্র সাড়ে তিন শতক জমি পেয়েছি। বাকি সাড়ে তিন শতক জমি প্রতিবেশী দখল করে রেখেছে। কর্মস্থলে যাওয়ার সুযোগে পাঁচিল তুলে দিয়েছে প্রতিবেশীরা। সেই জমি পুনরুদ্ধার করতে পুরসভাকে লিখিত ভাবে জানিয়েছি। কিন্ত পুরসভা সাহায্য করেনি”।
তবে যিনি দেশের সুরক্ষায় সীমানা পাহারা দেন তাঁর জমির সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন এমনটাই অভিযোগ। অন্যদিকে বারংবার প্রশাসনের দ্বারস্থ হলেও তাঁর কথা কর্নপাত না করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। উলটে নিজের জমি ফেরত নিতে গেলে তাকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। “যে পুলিশ জমি চুরি আটকাতে পারেনি সেই পুলিশ জমি উদ্ধারের সময় এলাকায় উত্তেজনার দোহাই দেখিয়ে বাধা দিল” অভিযোগ ওই বিএসএফ জওয়ানের।