নিউজ ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের দাবি করার প্রস্তুতি নিচ্ছে ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভা এ বছর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার দাবি রাখবে। ২০২২ সালে নিজের বিবৃতিতে, অনুরাগ ঠাকুর বলেছিলেন যে ভারত যদি হোস্টিং পায়, তবে গুজরাটের আমদাবাদে অলিম্পিক গেমসের আয়োজক শহর হবে।
অলিম্পিক আয়োজনের বড়় ইঙ্গিত দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০২৩ এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে যোগ দিতে নয়ডা পৌঁছেছেন, অলিম্পিক্স ইভেন্টের বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি বলেছিলেন যে ভারত সরকার প্রতিনিয়ত চায় যে ভারতের মাটিতে বিভিন্ন খেলার ভালো এবং বড় ইভেন্ট আয়োজন করা হোক। ভারত ভবিষ্যতে অলিম্পিক্সের আয়োজন করবে এবং আমরা সেদিকেই এগোচ্ছি। অনুরাগ ঠাকুর বলেছেন যে ভারত ভবিষ্যতে অলিম্পিক্সের আয়োজন করবে এবং ভারত সরকার সেদিকেই এগোচ্ছে। এ জন্য প্রস্তুতিও চলছে। ভারত অলিম্পিক্স আয়োজন করতে চায়। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আমরা এটিকে বড় এবং জমকালো আকারে আয়োজন করবো, কারণ ভারত প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ক্রীড়া ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছে এবং আমাদের খেলোয়াড়রা খুব ভালো পারফর্ম করেছে।’
আরও পড়ুন: Justice Abhijit Ganguly: কলকাতায় যোগীর বুলডোজার আনার পরামর্শ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪০তম সভা মুম্বইতে অনুষ্ঠিত হবে। ভারতও অলিম্পিক্স আয়োজন করবে বলে আশা করা হচ্ছে, কারণ বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৩৯তম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পরবর্তী বৈঠকটি ভারতে অনুষ্ঠিত হবে। সে সময় কোনও দেশই বৈঠক আয়োজনে আপত্তি জানায়নি। এতে ভারতের অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার আশা বেড়ে যায়। আইওসি-তে মোট ১০১ জন সদস্য রয়েছে। ভারত এর আগে ২০১০ সালের কমনওয়েলথ গেমস, ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং ১৯৮২ সালের এশিয়ান গেমসের আয়োজন করেছে। একই সঙ্গে পুরুষদের হকি বিশ্বকাপেরও আয়োজন করা হয়েছে বহুবার। এবার অলিম্পিক্স আয়োজনের সময়। বিশ্বের একনম্বর টুর্নামেন্ট অলিম্পিক গেমস। যা করার জন্য দরকার হয় অনেককিছু। খেলাধুলোর পরিকাঠামোর সঙ্গে দরকার হয় শহরে যানবাহন ব্যবস্থা।
অতীতে অলিম্পিক আয়োজনের জন্য সে ভাবে দরবার করা হয়নি। কমনওয়েলথ গেমস করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়েছিল। পরে তদন্ত করতে গিয়ে বিশাল চুরির অঙ্ক ধরা পড়ে। সেই চুরির দায়ে ভারতীয় অলিম্পিক কমিটির কর্তাদের কারবাসে কাটাতে হয়েছিল।