নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পুকুর ও জলাশয় থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের উদ্ধারের ঘটনা ঘটে। এবার রাস্তার পাশের একটি পুকুর থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে পুকুর থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ভোটার কার্ড।
পুকুরের মালিক নজরুল মন্ডল মাছ ধরতে এসে তার জালে একটি ভোটার কার্ডের বান্ডিল ওঠে। খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। ওই বান্ডিলটির মধ্যে ১৮ টি ভোটার কার্ড ছিল। যার মধ্যে স্থানীয় এবং আশপাশের এলাকার মানুষের পরিচয়পত্র রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
আরও পড়ুন: BJP MLA: বিধানসভায় চাকরিপ্রার্থীদের আওয়াজ জোরালো করলেন বিজেপি বিধায়ক
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেভাবে এবার ভোট হয়েছে তাতে ভোটার কার্ডগুলি এই শাসক দলের লোকজন কোনও কাজে ব্যবহার করে পরে কাজ হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে। প্রসঙ্গত রাজ্যের নানান প্রান্তে এর আগে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনা ঘটেছে। বহু জায়গায় ব্যালট পেপার পাওয়া গেছে পুকুর, খাল ও নদীর পার থেকে। রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে পোরা ব্যালট পেপার। কিন্তু ভোটার কার্ডের মত গুরুত্বপুর্ণ ব্যক্তিগত নথি কিভাবে দুষ্কৃতীদের হাতে চলে এল তা নিয়ে তৈরী হয়েছে জল্পনা। এই নথি যদি কোন দুষ্কৃতিমূলক কার্যকলাপে ব্যবহার হলে তাহলে দায় কার প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। এক্ষেত্রে দেখার পুলিশ আদৌ সদর্থক কোন পদক্ষেপ নেয় কি না।