নিউজ ডেস্ক: এমএলএ হোস্টেলের সামনে অবস্থান বিক্ষোভ করলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। বুধবার সকালে বঞ্চিত চাকরিপ্রার্থীরা এমএলএ হোস্টেলের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিধায়কদের তাদের দাবি বিধানসভায় তোলার অনুরোধ করেন। পুলিশ জোর জবরদস্তী আন্দলনকারীদের প্রিজন ভ্যানে তুলে আন্দোলনকারীদের হঠিয়ে দেয়।
বুধবার এই প্রসঙ্গ ওঠে বিধানসভায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জিরো আওয়ারে এ বিষয়টি তোলার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার সকলের আছে। তবে এমএলএ গেট আটকে, এ ভাবে নয়। অন্যের কাজে ব্যাঘাত ঘটিয়ে আন্দোলন নয়। অনেকে আমাকে ফোন করেছে। আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।
পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানার এদিন বিদ্যুৎ নিয়ে প্রশ্ন ছিল বিধানসভায়। তিনি আটকে গিয়েছিলেন। তার প্রশ্ন নেওয়া যায়নি। পরে শঙ্কর ঘোষ কটাক্ষ করে কার্যত তৃণমূলের কর্মসূচির নিন্দা করেন। এবং চাকরিপ্রার্থীদের আন্দোলনকে সমর্থন করেন বিধায়ক বলেন, “ যারা যোগ্য তারা পথে বসে থাকবে আর অযোগ্যরা চাকরি করবে এটা বেদনাদায়ক। আমরা বিধায়ক হিসেবে চোখে ফেট্টি বেঁধে বসে থাকলে মানুষ আমাদের ক্ষমা করবে না। ওরা আমাদের ঘেরাও করুক এটা পদ্ধতি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মসুচী ঘোষণা করেছিলেন। এটা উচিওত নয় তবে ওদের দাবি ন্যায্য তাই ওদের পাশে থাকা আমাদের উচিত বলে মনে হয়”।