নিউজ ডেস্ক: জনজোয়ার যাত্রার সময় কর্মসূচির চেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু ছিল অভিষেকের লুক। টলিপাড়ার যে কোন অভিনেতাকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ফ্যাশন স্টেটমেন্ট। তার বডি ল্যাঙ্গয়েজ ছিল কনফিডেন্ট। ব্রান্ডেড শার্ট প্যান্ট ও চোখে থাকত ব্র্যান্ডেড চশমা। গাড়ির ছাদে দাঁড়িয়ে কিংবা সান রুফ গাড়ি থেকে হাত নাড়ানো। একেবারে হিরোর ইমেজে তাকে তুলে ধরেছিল তৃণমুলের সমস্ত ফেসবুক পেজ ও টুইটার হ্যান্ডেল।
বিদেশে গিয়ে সেই সময়কে হয়ত মিস করছেন তৃণমূলের নাম্বার-২। তাই রবিবার নিজের ইন্সটা অ্যাকাউন্ট থেকে অভিষেক পোস্ট করেন একটি ছবি। নিউয়র্কের টাইমস স্কোয়ারের সামনে থেকে একটি সেলফি পোস্ট করেন তিনি। চোখে রোদ চশমা। হালকা বেগুনি রঙের পোলো টি শার্ট, পীঠে ব্যাকপ্যাক। রাজনীতিবিদ না টলি পাড়ার হিরো বোঝা বড় দায়। কিন্তু এই ছবি কবেকার তা উল্লেখ ছিল না। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ছবি। কমেন্ট ও বিতর্কের বন্যায় অবশ্য সোমবার এই ছবি আর দেখা যায়নি যুবরাজের অ্যাকাউন্টে। কীভাবে ছবি রিমুভ হল বলতে পারবেন তিনিই।
আরও পড়ুন: Howrah: শেষকৃত্যেও তোলাবাজির শিকার হাওড়ার মানুষ
স্বামী যখন বিদেশে হিরোর লুকে তখন তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য দেখা গেল একেবারে সাধারণ বেশে। স্বামীর মঙ্গলকামনায় তারকেশ্বরে পুজো দিলেন রুজিরা। হালকা নীল রঙের সালোয়ার পড়ে মন্দিরে আসেন রুজিরা। দুধপুকুরে হাত পা ধুয়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে পুজো দেন অভিষেক-জায়া। পুজো শেষে দলীয় কাউন্সিলর ও সমর্থকদের সেলফির আবদার মেটান তিনি। প্রসঙ্গত ২৭ জুলাই অভিষেক কলকাতা ছাড়েন। দুবাই হয়ে সস্ত্রীক তার আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝেই রুজিরা দেশে ফিরে আসেন। অভিষেক অবশ্য বিদেশেই আছেন। ২০ আগস্ট তার দেশে ফেরার কথা আছে।