নিউজ ডেস্ক: একের পর এক তোপ। পদত্যাগের নির্দেশ।
রাজ্যের শিক্ষা দফতর নিয়ে ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। তবে এবার সেই সংঘাতে এল
নয়া মোড়! স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে এবার পদত্যাগের নির্দেশ
দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইউজিসির নিয়ম মেনে তার নিয়োগ হয়নি বলে ৭২ ঘন্টার মধ্যে
উপাচার্যকে জবাব দিতে বলেন রাজ্যপাল।
গত ৫ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
ইঞ্জিনিয়ারিং বিভাগে অস্থায়ী আচার্য পদে আসীন অমিতাভ দত্তকে পদত্যাগের নির্দেশ দেন
রাজ্যপাল। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির যে বাতাবরণ তৈরি হয়েছিল, সেখানে পরশুরামের মত কুঠার
হাতে দাঁড়িয়ে যেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুহৃতা পালকে নিয়ে আচার্য বলেন, তার নিয়োগের
সময় সার্চ কমিটিতে কোনো ইউজিসির প্রতিনিধি ছিল না। এমনকি ইউজিসির নিয়ম না মেনে আদালতের
অবমাননা করা হয়েছে বলেও অভিযোগ করে রাজভবন।
আরও পড়ুন: বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ফুরফুরায়, বোমাবাজি
তবে কী করবেন সুহৃতা পাল? পদত্যাগ
করার সিদ্ধান্ত এখনই তিনি নেননি, বরং রাজভবনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি পরামর্শ
নিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালে এ রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তৈরি
হয় । সেই সময় উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির সুপারিশ
অনুযায়ীই নিয়োগ হত। প্রথমে তাতে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র একজন প্রতিনিধি।
২০১৩ সালে আইন সংশোধন হয়। এরপর বাদ পড়ে ইউজিসির প্রতিনিধি। সেই নতুন সার্চ কমিটিই নিয়োগ
করেছিল সুহৃতা পালকে।