নিউজ ডেস্ক: রাজারহাটের নারায়ণপুর চন্দ্রানী এলাকায় সেভেন এমএম পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি। ধৃতের নাম অজয় ঘোষ। কি কারণে স্ত্রীকে খুন করল অজয় খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে অজয় ঘোষ এবং টুম্পা ঘোষের ১৭ বছরের দাম্পত্য জীবন। পরপর তিনবার কন্যা সন্তান। এছাড়াও অতিরিক্ত মোবাইল ঘাটা। তার জেরেই বিগত ২ বছর ধরে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়। রবিবার রাতে এ নিয়ে বিবাদ তৈরি হয়। সোমবার ভোরবেলায় সেই অশান্তি চরমে উঠলে বাড়ির ভিতরেই স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে অজয় ঘোষ। রক্তাক্ত অবস্থায় বাড়ির গেটের কাছে লুটিয়ে পড়ে টুম্পা ঘোষ।
গুলির শব্দ শুনে প্রতিবেশিরা জমায়েত করে বাড়ির সামনে। অজয় ঘোষ গুলি করার পর নিজেই নারায়ণপুর থানায় ফোন করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অজয় ঘোষকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি। পুলিশ টুম্পাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা যায় টুম্পা ঘোষের মাথায় দুটো গুলির ক্ষত রয়েছে।
আরও পড়ুন: ছাত্রীদের সম্ভ্রম রক্ষা করতে ভরসা খবরের কাগজ, নির্বিকার কলেজ কর্তৃপক্ষ
ধৃত অজয় ঘোষ জমি বাড়ি কেনাবেচা অর্থাৎ প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশ জানার চেষ্টা করছে এই আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল। আগে থেকে কি কোন পরিকল্পনা ছিল স্ত্রীকে মারার। সেই বিষয়টাও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত অজয় ঘোষকে আজ সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। গুলি চালানোর ঘটনা যখন ঘটে সেই সময় বাড়িতেই উপস্থিত ছিল তিন কন্যা সন্তান এবং অভিযুক্ত অজয় ঘোষের মা। প্রতিবেশীদের দাবি গতকাল রাত থেকেই তাদের বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছিল।