নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে প্রায়ই দেখা যায় বুলডোজার ভাঙছে অবৈধ নির্মাণ। দাঙ্গা কিংবা বড় অপরাধমূলক কাজ করলেই অনেক রাজ্যেই বুলডোজার চলার ছবি সয়ে গেছে আমজনতার। এবার বাংলায় চলল বুলডোজার। ভরতপুর বড়ঞার পর এবার মুর্শিদাবাদের কান্দি থানার জীবন্তি এলাকায় বুলডোজার চালিয়ে ভাঙা হলো অবৈধ নির্মাণ। পূর্ত দপ্তরের জায়গায় অবৈধ ভাবে ৯টি দোকানঘর নির্মাণ করা হয় বলে অভিযোগ।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার সকাল থেকে শুরু হল সেই দোকান ঘর ভাঙার কাজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত জীবন্তি বাজারে ৩৪১৬ , ৩৪১৭ এবং ৩৪১৮ দাগের উপর ২০২২ সালের মে মাসে প্রথম কেস করেছিলেন সুভাষচন্দ্র নামে জনৈক ব্যক্তি। সেই কেসের ভিত্তিতে হাইকোর্ট থেকে ভেঙে ফেলার প্রথম অর্ডার হয়েছিল। যদিও এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মানুয়ার শেখ, হাওয়াজ আলি সহ নয় জন দোকানদার। হয়েছিল। জানা গেছে অবৈধ ভাবে যে দোকানগুলি তৈরি হয়েছিল সেগুলির মধ্যে ছিল ডাক্তারখানা, প্রমোটিংয়ের অফিস।
আরও পড়ুন: Monsoon Session: বর্ষাকালীন অধিবেশনে শান্তি চান স্পিকার
এরপর হাইকোর্টের পক্ষ থেকে জেলাশাসক এবং মহকুমা শাসককে তদন্ত নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশমত তারা আদালতকে তাদের তদন্তের রিপোর্ট পাঠান ২০২৩ সালের জুন মাসের ১৪ তারিখ ভাঙার নির্দেশ সেই অর্ডার ভিত্তিতে সোমবার জীবন্তি বাজারের নয়টি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়।