নিউজ ডেস্ক:
২০১৬ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’। এককথায় মাল্টিস্টারার ছবি।
টলিউডের প্রথম সারির সব তারকাই একফ্রেমে ছিলেন সেই ছবিতে। এবার যেন সেই ধারায় আরেকটি
মাল্টি-স্টারার ছবি উপহার দিতে চলেছেন সৃজিত। তার নতুন ছবি ‘দশম অবতার’-এ এবার ঢালাও
চমক। আগে শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয় করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কিন্তু সেই
পরিকল্পনা বাতিল। শুভশ্রীর বদলে এবার পর্দায় দেখা যাবে জয়া আহসানকে। শুধু তিনিই নন,
জয়ার সঙ্গে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত প্রমুখরাও। বৃহস্পতিবার
২০ জুলাই সমাজমাধ্যমে ‘দশম অবতার’-এর কলাকুশলীদের সঙ্গে একযোগে ছবি পোস্ট করলেন সৃজিত
মুখোপাধ্যায়। আর সেই ছবিকে ঘিরে উত্তেজনা চরমে নেটপাড়ায়।
সৃজিতের পোস্ট
করা ছবিতে দেখা যায় একেবারে ‘দাবাং’ লুকে সৃজিতের সঙ্গে দাঁড়িয়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত,
রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সবার
মধ্যমণি জয়া আহসান। সাদা শার্ট এবং জিন্সে সকলকে একফ্রেমে দেখে তাজ্জব নেটদুনিয়া। এই
ছবি পোস্ট করে এদিন সৃজিত লেখেন, ‘শীঘ্রই আসছে’। জানা গিয়েছে এই বছর পুজোতেই মুক্তি
পাবে ‘দশম অবতার’। আর তা শুনেই অভিভূত নেটিজেনরা। অনেকে এই ছবির কমেন্টে লেখেন, ‘জয়
আর্জেন্টিনা’! অনেকে আবার সৃজিতকে নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: Manish Malhotra: মীনাকুমারীর বায়োপিক নিয়ে বিপাকে, মামলা দায়ের মণীশ মালহোত্রা এবং কৃতি শ্যাননের নামে?
একসময় সৃজিত
এবং জয়ার প্রেম নিয়ে চটুল চর্চা চলত নেটপাড়ায়। এবার এক ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন
দুজনে। প্রেমের গুঞ্জন কি তবে এবার আরো বাড়বে? গুঞ্জন কি সত্যি? এমন প্রশ্নই ঘুরপাক
খাচ্ছে অনুরাগী-দর্শকদের মধ্যে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল এই ছবিতে।
কিন্তু তিনি গর্ভবতী হওয়ার কারণে তার বদলেই পর্দায় স্থান পেতে চলেছেন জয়া। পরে আরো
কোন চমক লুকিয়ে আছে এই ছবিতে তা নিয়ে সকলেই বেশ খানিকটা উত্তেজিত।