Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Aadhar card Deactivation: যত দোষ রাঁচির ; শুভেন্দু অধিকারী

Editor | 17:17 PM, Mon Feb 19, 2024

এবার আধার কার্ড বাতিল প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে জানান, “ আগামী ২৪ঘণ্টার মধ্যে নিষ্ক্রিয় হওয়া আধার কার্ডগুলি ফের সক্রিও হবে”। তিনি  কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে কথা বলে গোটা ব্যাপারটি জানান। এরপর কেন্দ্র বিষয়টি ২৪ ঘণ্টার মধ্যে মেটানোর আশ্বাস দিয়েছে। পাশাপাশি এদিন শুভেন্দু জানান,  আধার কার্ডের রাঁচী আঞ্চলিক দফতরের থেকে কাউকে না জানিয়ে এ কাজটি করা হয়েছে। যদিও এই বিষয়ে তিনি তদন্তের দাবি করেছেন।

প্রসঙ্গত, গত কদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসছিল বলে জানা যাচ্ছিল। শুক্রবার বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে  আধার কার্ড বাতিলের চিঠি যায়। আধার কার্ড বাতিলের ম্যাসেজ ও চিঠি গিয়ে পৌঁছয় একাধিক সীমান্তবর্তী জেলায়। ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি  পাঠিয়ে তাঁদের জানানো হয়  আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে তাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত এই আইনের মাধ্যমে বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। এরপর থেকে নাগরিকত্ব হারানোর ভয়ে দিন কাটাচ্ছিলেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারনে তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন-সহ আধার নির্ভর সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে।

 এনিয়ে বৃহস্পতিবার বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টির জন্য কেন্দ্রকে দায়ী করে বলেন, “নির্বাচনের আগে আধার কার্ড বাতিল করছে কারন যাতে মানুষ ভোট দিতে না পারে”।

upload
upload