Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Dilip Ghosh: "কামারের ঘা ওরা দেখেনি,সিধা হয়ে যাবে সব", স্বভাবসিদ্ধ হুঁশিয়ারি দিলীপের

Editor | 13:03 PM, Fri Apr 05, 2024

ফের হুঁশিয়ারি দিলীপের

 নিউজ ডেস্ক: দিলীপ আছেন দিলীপেই। অনেকে বলেন মানুষটা বড় ভাল। তবে তার বক্তব্য নিয়ে মাঝেমধ্যেই ভালমন্দ আলোচনা হয় সংবাদমাধ্যমে। তোলপাড় হয় চায়ের ঠেকে। মুখ্যমন্ত্রীর প্রতি দিলীপ ঘোষের মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফের বলে বসলেন,“এখন দাদাগিরি শুরুই করিনি ওরা এখন ঠুকঠাক করছে যেদিন একটা ঘাম মারব না কামারের ঘা ওরা দেখেনি সিধা হয়ে যাবে সব।”

 দিলীপবাবু নয়া মন্তব্যের জেরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে তার মন্তব্য আপত্তিকর মনে হয়েছিল অনেকের এখনও সেই রেশ কাটেনি। সেই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তার নিজের দল এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হয়েছিল দিন কয়েক আগে তার জবাব দিয়েছেন বর্ধমান দুর্গাপুর(Bardhaman Durgapur) কেন্দ্রের প্রার্থী পুনরায় দিলীপ ঘোষের দাদাগিরি মন্তব্যের জেরে ফের জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে

দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল(TMC) নেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেছেন,“উনি কাকে হুমকি দিচ্ছেন আমরা বুঝতে পারছি না হতে পারে নিজের দলের কাউকেই উনি বলেছেন দলের অনেকে দাদাগিরি করছেন বলে উনি দাদাগিরি করার সুযোগ পাচ্ছেন নাতাই এরকম বলে থাকতে পারেন।”

 জানা গেছে বৃহস্পতিবার দিনভর বর্ধমানের কুড়মুন গ্রামে প্রচার চালান দিলীপ ঘোষ কুড়মুন(Kurmun) গ্রামে প্রচার চলাকালীন মন্দিরে গিয়ে পূজোও দিয়েছিলেন তিনি তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর এই দাদাগিরি মন্তব্য করে বসেন দিলীপবাবু।   দাদাগিরি মন্তব্যে বিতর্ক হচ্ছে জানানোয় দিলীপ বাবু বলেন, “আমি মাঠে নেমে কাজ করি। ওদের মত খালি ভাষণবাজি করি না। আমার শিরোনামে আসার প্রয়োজন নেই। যাদের কাজ নেই তাঁরা এসব নিইয়ে বেশি আলোচনা করছেন।”

upload
upload