Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

CV Ananda Bose: ''বিনীতের অপসারণ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন'', আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার নির্দেশ রাজ্যপালের


Sweta Chakrabory | 12:55 PM, Mon Sep 09, 2024

নিউজ ডেস্ক: আরজি কর আবহে উত্তাল রাজ্য। আজ এক মাস পূর্ণ হল চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার। আর এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। সূত্রের খবর, পুলিশের ভূমিকা নিয়ে জনগণের ক্ষোভের কথা স্মরণ করিয়ে রাজ্য়পাল অবিলম্বে পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন।
রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখনই এ কথা বলেছেন। রাজ্যপাল জানিয়েছেন, আরজি করে (RG Kar Incident) মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আরজি কর হাসপাতালে চিকিৎসককে সুরক্ষা দিতে ব্যর্থতা, তদন্তের গতিপ্রকৃতি এবং ১৪ অগস্ট রাত দখলের সময় আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পুলিশকেই। চিকিৎসকরাও দাবি তুলেছেন পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার। তাই জনগনের দাবি মতো, পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হোক। এমন এক নক্কারজনক ঘটনায় রাজ্য সরকার দায় এড়াতে পারে না এবং রাজ্যে যা হচ্ছে, তা নিয়ে চুপ থাকতে পারে না বলেও জানিয়েছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, কিছু দিন আগে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সিপির পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেছিলেন চিকিৎসকেরা। লালবাজারের সামনে ধর্নায় বসেছিলেন তাঁরা। দীর্ঘ অপেক্ষার পর সিপির সঙ্গে তাঁরা দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন। রবিবার রাজ্যপাল (CV Ananda Bose) সে বিষয়েই সিদ্ধান্ত নিতে বলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতাকে। আরজি কর আবহে জনতার দাবি প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে নবান্নকে। রাজ্যপাল বোস (CV Ananda Bose) বলেন, ''সংবিধান ও আইনের মধ্যে থেকে রাজ্যের কাজ করা উচিত। সাধারণ মানুষের সমস্যার সমাধান করা উচিত রাজ্য সরকারের।'' একইসঙ্গে মৃত মহিলা চিকিৎসকের বিচারের আশায় সাধারণ মানুষ যে দাবি জানিয়েছেন, সেটা নিয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস। ফলে রাজ্যপালের নির্দেশ মেনে এবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডাকেন কি না, তাই-ই এখন দেখার।

upload
upload