Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Delhi New CM: পদত্যাগ করলেন কেজরিওয়াল, দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর পদে অতিশী


Sweta Chakrabory | 16:58 PM, Tue Sep 17, 2024

নিউজ ডেস্ক: জেলমুক্তির দুদিন পরই ইস্তফার কথা ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই পদত্যাগ করছেন তিনি। আর এই আবহে এবার ঘোষণা হল দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর (Delhi New CM) নাম। কেজরিওয়ালের জায়গায় ওই পদে বসতে চলেছেন অতিশী মারলেনা। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দু'দিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি।

নতুন মুখ্যমন্ত্রীর (Delhi New CM) নিয়োগের বিষয়ে এদিন দিল্লির রাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠক হয় কেজরিওয়ালের। এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। জানা গিয়েছে, ওই বৈঠকে অতিশী মারলেনার নাম প্রস্তাব করা হয়। তাতে সম্মতি দেন সকলেই। এই তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন কোনও মহিলা। এর আগে সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়া জেলে থাকাকালীন অর্থ, পূর্ত, শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন অতিশী। এমনকী দিল্লিতে জল সঙ্কটের সময়ও সামাল দিয়েছিলেন তিনি। ৪৩ বছর বয়সী অতিশী মারলেনা বর্তমানে দেশের সর্ব কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। সারাদেশের মধ্য়ে বর্তমানে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রীও অতিশী মারলেনা।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল৷ এরপর ১৩ সেপ্টেম্বর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট৷ তিহাড় জেল থেকে ছাড়া পান তিনি৷ এরপর রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর কেজরিওয়াল ঘোষণা করেন তিনি ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন৷

এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, "দু'দিন পর আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব৷ মানুষ যতদিন না তাঁদের রায় জানাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওই (মুখ্যমন্ত্রী) চেয়ারে বসব না৷ দিল্লির নির্বাচনের এখনও কয়েকমাস দেরি আছে ৷ আমি আদালতের কাছে বিচার পেয়েছি ৷ এবার আমি মানুষের আদালত থেকে বিচার পেতে চাই ৷ আমি শুধুমাত্র তখনই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব, যখন মানুষ জনাদেশ দেবে ৷"
এরপর থেকেই জল্পনা শুরু হয় যে তিনি কি সত্যিই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন? দিলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? শোনা যাচ্ছিল আপ প্রধানের স্ত্রী সুনীতা কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হতে পারেন৷ উঠে আসে দিল্লির জলমন্ত্রী অতিশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজের নামও৷ মঙ্গলবার সকালে আপ বিধায়কদের বৈঠক হয়৷ জানা গিয়েছে, বৈঠকে দিল্লির মন্ত্রী অতিশীর (Delhi New CM) নাম প্রস্তাব করেছিলেন কেজিরওয়াল৷ সর্বসম্মতিক্রমে অতিশীকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

upload
upload