H C on Sandeshkhali : সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করল কলকাতা হাইকোর্ট
নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়। সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কেন গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করা হল, তা নিয়ে যথাযথ তথ্য দিতে পারেনি রাজ্য। এরপরই সন্দেশখালিতে জারি হওয়া ১৪৪ ধারা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে অভিযোগ তুলে লাঠি হাতে পথে নেমেছেন গ্রামের মহিলারা। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ভাবে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। এরপরই ১৪৪ ধারা জারি করা হয় সন্দেশখালিতে। মঙ্গলবার সেই ১৪৪ ধারা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এ প্রসঙ্গে বিচারপতি বলেন, "কেন সেখানে সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে তা রাজ্যের ব্যাখ্যা থেকে স্পষ্ট নয়। বিস্তীর্ণ এলাকায় এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না। প্রয়োজন হলে উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করতে হবে।"এরই সঙ্গে সমগ্র এলাকা জুড়ে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালানোর কথাও বলেছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, সন্দেশখালিতে কারও প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানো যাবে না। হাইকোর্টের এমন নির্দেশের পরে সন্দেশখালিতে ফের বহিরাগতরা গিয়ে অশান্তি করতে পারে বলে আশঙ্কা পুলিশ প্রশাসনের।
Trending Tag